এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > এই শতাব্দীর মধ্যেই সলিল সমাধি ঘটবে দেশের মোট ১২ টি শহরের, রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে বাড়ছে আশঙ্কা

এই শতাব্দীর মধ্যেই সলিল সমাধি ঘটবে দেশের মোট ১২ টি শহরের, রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে বাড়ছে আশঙ্কা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলতি শতাব্দীর শেষদিকে জলের তলায় চলে যাবে দেশের মোট ১২ টি উপকূলবর্তী শহর। রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে আইপিসিসির একটি রিপোর্টে এমন আশঙ্কার কথা জানানো হলো। রিপোর্টে জানানো হয়েছে, বিশ্ব উষ্ণায়নের কারণে ক্রমাগত বাড়ছে পৃথিবীর জলস্তর। যে হারে বাড়তে শুরু করেছে জলস্তর, তাতে কয়েক বছরের মধ্যে জলের তলায় চলে যাবার সম্ভাবনা আছে দেশের বারোটি উপকূলবর্তী শহরের। এই শহরের তালিকায় অন্যতম হলো মুম্বাই, চেন্নাই, বিশাখাপত্তনম, খিদিরপুরের মত শহরগুলি। বিজ্ঞানীদের আশঙ্কা প্রায় তিন চার ফুট জলের তলায় চলে যেতে পারে এই শহরগুলি। অর্থাৎ শহরগুলি বাসযোগ্যতা হারিয়ে ফেলবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যে বারোটি শহরকে নিয়ে আশঙ্কার কথা জানানো হয়েছে। সেই শহর গুলি হল কান্দালা, ওখা, ভৌনগর, মুম্বাই, মর্মুগাও, ম্যাঙ্গালোর, কোচিন, পারাদ্বীপ, খিদিরপুর, বিশাখাপত্তনম,চেন্নাই, তুতিকোরিন। রিপোর্টে জানানো হয়েছে, সমগ্র বিশ্বেই জলস্তর বাড়তে শুরু করেছে। তবে, এশিয়ায় জলস্তর বৃদ্ধির হার ব্যাপক। আগে যেখানে ১০০ বছরে জলস্তরের পরিবর্তন দেখা যেত। এখন কয়েক বছর অন্তর অন্তর সেই পরিবর্তন দেখা যাবে। অতিরিক্ত জলস্তর বৃদ্ধির আশঙ্কা আছে। যে কারণে এই শতাব্দীর শেষ দিকেই শহরগুলি চলে যাবে একেবারে জলের তলায়।

রিপোর্টে আরও জানানো হয়েছে যে, দূষণের মাত্রা যদি এরকমই থেকে যায়, তবে আগামী ৫০ থেকে ৬০ বছরের মধ্যে ভয়ঙ্করভাবে বাড়বে পৃথিবীর জলস্তর। কয়েক বছরের মধ্যে ভূপৃষ্ঠের তাপমাত্রা সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি হবার আশঙ্কা আছে। অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে বরফ গলতে শুরু করবে। প্রচুর জল চলে আসবে সমুদ্রে। বাড়তে থাকবে জলস্তর। ভারতের যে সমস্ত শহর গুলি রয়েছে সমুদ্রের ধারে। সেখানে রয়েছে ঘোর বিপদের আশঙ্কা। রিপোর্টে দেখানো হয়েছে, আগে ৫০ বছরে একবার পৃথিবীর বুকে যে তাপপ্রবাহ দেখা যেত, এখন প্রতি ১০ বছর পর পর তা দেখা যাচ্ছে। লাগামছাড়া ভাবে বাড়ছে তাপপ্রবাহ। যা থেকে বাড়ছে নানা আশঙ্কা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!