“এই সরকার একটা খুনি সরকার” নবান্নের বিরুদ্ধে উঠলো মারাত্মক অভিযোগ! উত্তাল রাজ্য! Uncategorized January 13, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিষাক্ত স্যালাইনের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য। এক প্রসূতির মৃত্যু এবং তিন প্রসূতি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই সোচ্চার হচ্ছে বিরোধীরা। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার রাজ্য সরকারকে খুনি সরকার বলে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শমীকবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এই সরকার একটা জনবিরোধী সরকার, এই সরকার খুনি সরকার। তদন্ত করে কোন লাভ হবে না এবং তদন্ত করলেও কারও ওপর কোনো প্রভাব পড়বে না। এই সরকারের বিসর্জন ছাড়া পশ্চিমবঙ্গের মানুষ নতুন মুক্তির পথ খুঁজে পাবে না।” অর্থাৎ এবার একেবারে সরাসরি বিষাক্ত সেলাইনে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারকে খুনি সরকার বলে আক্রমণ করে রীতিমত ব্যাকফুটে ফেলে দিলেন বিজেপি সাংসদ। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -