এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > এই স্বৈরাচারী সরকারকে সরিয়ে তবেই বিজেপি থামবে! পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সরব তেজস্বী সূর্য

এই স্বৈরাচারী সরকারকে সরিয়ে তবেই বিজেপি থামবে! পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সরব তেজস্বী সূর্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে বৃহস্পতিবার ধুন্দুমার পরিস্থিতি তৈরি হবে রাজ্যে, তা আগেভাগেই আশঙ্কা করা হয়েছিল। সেই মত করে বুধবার দিনই রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, বৃহস্পতি এবং শুক্রবার নবান্ন বন্ধ থাকবে। কেননা সেদিন নবান্ন স্যানিটাইজ করা হবে। যার ফলে বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছিল, আসলে রাজ্য সরকার বিজেপির এই অভিযানকে ভয় পেয়েছে। তাই পরিকল্পনামাফিক নবান্ন বন্ধ করে দেওয়া হল। তবে তা সত্ত্বেও বিজেপির এই কর্মসূচি যে হবে, তা জানিয়ে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি।

আর বৃহস্পতিবার বিজেপির কর্মসূচি শুরু করার সাথে সাথেই পুলিশি বাধা আসতে শুরু করে। যার জেরে এবার দলের নবান্ন অভিযান কর্মসূচিতে পুলিশি হামলার কড়া ভাষায় নিন্দা করে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হলেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। যেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে গণতন্ত্র এবং সংবিধানকে হনন করার অভিযোগ করলেন তিনি। শুধু তাই নয়, আগামী দিনে বিজেপি বাংলায় সরকার গড়বে বলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির এই সর্বভারতীয় যুব নেতা।

সূত্রের খবর, এদিন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য বলেন, “আজকের দিন গণতন্ত্রের কালো দিন‌। বিজেপি যুব মোর্চার গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ যেভাবে হামলা চালিয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। বাংলায় এই স্বৈরাচারী শাসনের অবসান ঘটাবে ভারতীয় জনতা পার্টি। যে অন্ধকার চলছে বাংলায়, সেটা সরিয়ে নতুন সূর্যোদয় ঘটাবে বিজেপি। সিন্ডিকেট এবং কাটমানির সরকার চলছে রাজ্যে। দেশের সবথেকে খারাপ অবস্থা চলছে বাংলায়। বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। কোনো রাজ্যে পুলিশ এরকম আচরণ করে না। যা বাংলার পুলিশ করেছে। কেমিক্যাল মেশানো হয়েছিল কামানের জলে।” অর্থাৎ বাংলায় পুলিশরাজ চলছে বলে বাংলার বিজেপি নেতারা যে অভিযোগ করতেন, এদিন সেই একই অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং পুলিশ প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলে ধরে বলেন বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি তেজস্বী যাদব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি যুব মোর্চাকে ভয় পাচ্ছেন বলেও দাবি করেন তেজস্বী সূর্য। তিনি বলেন, “যুব মোর্চাকে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারনেই নবান্ন বন্ধ করে রাখা হয়েছে। পুলিশ যেভাবে ব্যারিকেড তৈরি করে রেখেছে প্রতিটি রাস্তায়, তাতে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপিকে ভয় পেয়েছে। রাজ্যে বিজেপি সুশাসন ফেরাবে।”

বিশেষজ্ঞরা বলছেন, সর্বভারতীয় বিজেপির যুব নেতা নবান্ন অভিযান কর্মসূচি শেষে যেভাবে পুলিশের বাধা পেলেন, তাতে তিনি অনেকটাই ক্ষিপ্ত। তাই এবার সেই তেজস্বী সূর্য পুলিশের আচরণের বিরুদ্ধে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন হবে বলে ডাক দিয়ে গেলেন। আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সর্বভারতীয় যুব নেতার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সকলে। সব মিলিয়ে তেজস্বী সূর্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া ভাষায় আক্রমণ রাজ্য রাজনীতিতে কতটা ঝড় তোলে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!