এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > ঈদের আগে লকডাউন নিয়ে বড়সড় সিদ্ধান্ত ঘোষণা মমতার, করোনার উদ্বেগের মধ্যেও হাসি ব্যবসায়ীদের

ঈদের আগে লকডাউন নিয়ে বড়সড় সিদ্ধান্ত ঘোষণা মমতার, করোনার উদ্বেগের মধ্যেও হাসি ব্যবসায়ীদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট -পশ্চিমবঙ্গ রাজ্যে করোনার সংকট দিনদিন ভয়াবহ আকার ধারণ করছে। গতকাল পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ হাজারের গন্ডি পার করেছিল, আর মোট মৃতের সংখ্যা ১৪০০ পার করেছিল, সেইসঙ্গে প্রতিদিন নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন ২০০০ এর বেশি মানুষ, যা যথেষ্ট উদ্বেগজক। করোনা রোধে দেশ জুড়ে লকডাউনের এখন আনলক-২ পর্ব চলছে। এর সঙ্গে সঙ্গেই রাজ্যে ২দিন করে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই লকডাউনের সিদ্ধান্তে মাথায় হাত পড়েছে বহু ব্যাসায়ীর। তবে লকডাউন বিষয়ে গতকাল নেওয়া রাজ্য সরকারের একটি সিদ্ধান্ত খুশি করেছে ব্যবসায়ী মহলকে।

রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, চলতি সপ্তাহে বুধবার ছাড়া আর কোন দিন লকডাউন করা হবে না। ফলে বৃহস্পতিবার ও শুক্রবারে আসন্ন ঈদের ব্যবসা করার এক বিরাট সুযোগ পেতে চলেছেন ব্যবসায়ীরা, আর এতেই হাসি ফুটেছে মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলার ব্যবসায়ীদের মুখে। মুর্শিদাবাদ জেলার ব্যবসায়ীরা জানিয়েছেন যে, লকডাউনের কারণে তাঁদের ব্যবসা যেভাবে হ্রাস পেয়েছে, তাতে ঈদের আগে অন্তত দুদিন ব্যবসা চালাতে পারা তাঁদের কাছে মন্দের ভালো। এ বিষয়ে জনৈক ব্যবসায়ী জানিয়েছেন যে, সপ্তাহে দুদিন করে লকডাউন ঘোষণা হওয়ায়, তাঁদের আশঙ্কা ছিল চলতি সপ্তাহে বুধবার ছাড়াও আরও একটি দিন লকডাউন জারি হতে পারে। কিন্তু কাল যখন সরকার ঘোষণা করেছে, এ সপ্তাহে আর লকডাউন করা হবে না, তখন তাঁরা নিশ্চিন্ত হয়েছেন। কারণ , এর ফলে ঈদের আগের দুদিন কিছুটা হলেও তাঁরা ব্যবসার সুযোগ পাচ্ছেন।

স্থানীয় সংবাদসূত্রে জানা গেছে, সাপ্তাহিক ভাবে মঙ্গলবার বহরমপুর হাট বন্ধ রাখা হলেও, ঈদ ও বুধবার লকডাউন রাখা হবে বলে বেশ কিছু ব্যবসায়ী এদিন হাটে নিজেদের দোকান খোলা রেখেছিলেন। মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের সম্পাদক স্বপন ভট্টাচার্য এই লকডাউন প্রসঙ্গে বলেছেন, ‘‘ইদের আগে লকডাউনের জেরে আমাদের ক্ষতি হচ্ছে। তবে গত সপ্তাহের মতো এ সপ্তাহে দু’দিন লকডাউন না হওয়ায় কিছুটা হলেও মন্দের ভাল। ইদুজ্জোহার আগে বৃহস্পতিবার ও শুক্রবার ব্যবসা করার সুযোগ পাবেন।’’ তবে লোকডাউন প্রসঙ্গে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করতে দেখা গেল বহরমপুর ক্লথ মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিষ্ণু দত্ত কে। বিষ্ণু বাবু বলেছেন, ‘‘টানা লকডাউনের সময়ে ইদ-উল-ফিতরের সময় দোকান বন্ধ থাকায় ব্যবসা করতে পারিনি। এ বারে আমরা ভেবেছিলাম ইদুজ্জোহাতে হয়তো ব্যবসা করার সুযোগ পাব। কিন্তু সাপ্তাহিক লকডাউনের জেরে সেই সুযোগও হাতছাড়া হল।’’ এ ব্যাপারে তিনি আরো বলেছেন, ‘‘বহরমপুরে মূলত বুধবার, শনিবার ও রবিবার ব্যবসা ভাল হয়। ইদের আগের সেই বুধবার এবং গত শনিবার বাজার বন্ধ থাকল। ফলে অনেক ক্ষতি হল।’’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, লকডাউনের ফলে ব্যবসার ক্ষতি হলেও, করোনা রোধ করতে সরকারের লকডাউন এর সিদ্ধান্তকে মেনে নিয়েছেন অনেক ব্যবসায়ীই । কারণ এটা তো ঠিক যে, উপযুক্ত করোনার ভ্যাকসিন বাজারে না পর্যন্ত সামাজিক দূরত্ব পালন ও লকডাউন ছাড়া করোনা কে রোধকরা প্রায় অসম্ভব। সংবাদ সূত্র মারফত জানা গেছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেলেই আজকে বুধবার ও আগামী রবিবার সকাল ৬ টা থেকে রাট ১০ তা পর্যন্ত রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউনের কথা রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল। আগামী অগাস্ট মাসেও সপ্তাহে ২ দিন করে লকডাউনের কথা রাজ্যসরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

মুর্শিদাবাদ জেলার জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা এ প্রসঙ্গে বলেছেন, ‘‘রাজ্য সরকারের ঘোষিত দিনগুলিতে সম্পূর্ণ লকডাউন কার্যকর করা হবে। লকডাউন অমান্য করলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’’ মুর্শিদাবাদের পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন, ‘‘বিগত দিনগুলির মতো বুধবার সব ঘোষিত দিনগুলিতে সম্পূর্ণ লকডাউন করা হবে। আমরা বাসিন্দাদের বুঝিয়েছি।’’ এ বিষয়ে তিনি আরো বলেছেন, ‘‘এ ছাড়া অকারণে লকডাউন ভেঙে বেরলে আইনগত পদক্ষেপ করা হবে।’’ লকডাউন প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামল সাহা বলেছেন, ‘‘টানা লকডাউনের সময় থেকে আমরা ক্ষতির মুখে পড়েছি। আনলকে গাড়ি চলাচল শুরু হওয়ায় ক্ষতির মধ্যেও আশা জেগেছিল। ফের সপ্তাহে দুদিন করে লকডাউন শুরু হওয়ায় বিরাট ক্ষতির মুখে পড়লাম। তবে সরকারি নির্দেশ মেনে আমরা চলব।’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!