এখন পড়ছেন
হোম > রাজ্য > এইসব সরকারি কর্মীদের জন্য স্বস্তির খবর, অর্থদপ্তরের নির্দেশ মতো ব্যবস্থার নির্দেশ ,জেনে নিন বিস্তারিত!

এইসব সরকারি কর্মীদের জন্য স্বস্তির খবর, অর্থদপ্তরের নির্দেশ মতো ব্যবস্থার নির্দেশ ,জেনে নিন বিস্তারিত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতি এবং লকডাউনের কারণে এমনিতেই অর্থনৈতিক মেরুদণ্ড অনেকটাই ভেঙে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত চেষ্টা চালানো হচ্ছে‌। বর্তমান পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের স্বস্তি দিতে রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে একগুচ্ছ সিদ্ধান্ত। ইতিমধ্যেই দুর্গা পুজোর সময় যাতে সরকারি কর্মচারীদের সংসারে টানাপড়েন’ সৃষ্টি না হয়, তার জন্য 2 মাসের বেতন 1 মাসে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আর এমতাবস্থায় রাজ্য সরকারের বিভিন্ন অফিসের সরকারী এজেন্সির মাধ্যমে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন থেকে অতিরিক্ত টাকা যাতে না হয়, তার জন্য উদ্যোগ গ্রহণ করল রাজ্যের অর্থ দফতর। সূত্রের খবর, ইতিমধ্যেই এই ব্যাপারে দুটি এজেন্সিকে চিঠি দিয়ে গোটা বিষয়টি অবহিত করা হয়েছে। যেখানে জানানো হয়েছে, বেতন থেকে বেশ কিছু ক্ষেত্রে অতিরিক্ত টাকা কেটে নেওয়া হচ্ছে। অর্থ দফতরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া সত্ত্বেও, তা করা হচ্ছে। তাই এই বিষয়টি যাতে না হয়, তার জন্যই এবার উদ্যোগ নিতে চলেছে অর্থ দপ্তর বলে মত একাংশের।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন পরিচালিত সংস্থায় ডব্লিউবিইআইডিসি এবং ডব্লুটিএলের মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর সহ বেশ কিছু তথ্য প্রযুক্তি কর্মী নিয়োগ করা হয়েছে। তবে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে যে, কর্মীদের নিয়োগ করা হলেও তাদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। জানা গেছে, এই সমস্ত কর্মীরা সরকারি অফিসে কাজ করলেও এজেন্সির মাধ্যমে তাদের বেতন দেওয়া হয়। পরবর্তীতে গত ফেব্রুয়ারি মাসে অর্থ দফতরের পক্ষ থেকে একটি নির্দেশিকায় জানানো হয় যে, এজেন্সির কমিশন এবং প্রশাসনিক খরচের জন্য নির্দিষ্ট কিছু টাকা মোট বেতন থেকে তারা কাটতে পারবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি কমিশন এবং প্রশাসনিক খরচ বাবদ মাত্র 5% টাকা এজেন্সিরা রাখতে পারবে বলেও জানিয়ে দেয় অর্থ দপ্তর। তবে এর থেকে বেশি টাকা যে কাটা যাবে না, সেই বিষয়টি স্পষ্টভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু তার পরেও টাকা কাটা নিয়ে যে ব্যাপক অভিযোগ উঠতে শুরু করেছে, তার পরিপ্রেক্ষিতেই এবার ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে রাজ্যের অর্থ দপ্তর।

এই প্রসঙ্গে রাজ্য  সরকারি  কর্মচারী  ফেডারেশনের  নেতা মনোজ চক্রবর্তী বলেন, “2019 এ চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটরদের বেতন বাড়িয়ে 13 হাজার টাকা করা হয়। কিন্তু অনেক জায়গায় এখনও 10000 টাকার কম বেতন দেওয়া হচ্ছে। বিষয়টি অর্থ দপ্তরের নজরে আনা হয়েছে।” অন্যদিকে এই ব্যাপারে ফেডারেশনের নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেন, “দপ্তর থেকে সরাসরি নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে বেতন বেড়েছে। কিন্তু এজেন্সির মাধ্যমে নিযুক্তদের অনেকেই কম বেতন পাচ্ছেন।” সব মিলিয়ে এবার বেশকিছু সরকারি কর্মীরা কম বেতন পাওয়ায় অর্থ দফতরের পক্ষ থেকে পড়া চিঠি দেওয়া হল। এখন শেষ পর্যন্ত এই ব্যাপারে এজেন্সি কি সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!