এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এজলাস থেকে মামলা সরিয়ে নেওয়ায় ক্ষুব্ধ বিচারপতি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির উপরই ক্ষোভ প্রকাশ

এজলাস থেকে মামলা সরিয়ে নেওয়ায় ক্ষুব্ধ বিচারপতি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির উপরই ক্ষোভ প্রকাশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে হাইকোর্টে ভার্চুয়াল শুনানির সময় বারবার ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। এই পরিষেবার সঙ্গে যুক্ত থাকা বিভাগকে তিরস্কার করেছিলেন তিনি। জানা যায়, এর পরেই তাঁর এজলাস থেকে একটি মামলা অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।

এরপর প্রথা বহির্ভূত ভাবে অন্য এজলাসে মামলা সরিয়ে নিয়ে যাওয়া নিয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। যা থেকে নানা জল্পনা শুরু হয়েছে। ইতিপূর্বে, হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিংহ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অন্যান্য বিচারপতিদের কাছে চিঠি দিয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি অভিযোগ করেছিলেন, নারদ মামলার শুনানিতে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এক পক্ষের বক্তব্য শুনে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করেছিলেন। এদিকে হাইকোর্ট সূত্রে জানা যাচ্ছে যে, গতকাল বার এসোসিয়েশনের পক্ষ থেকে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে একটি স্মারকলিপি দেয়া হয়েছে। যদিও সংগঠনের সম্পাদক ধীরাজ ত্রিবেদী তা অস্বীকার করেছেন।

তবে, জানা যাচ্ছে আগামী সোমবারের মধ্যেই এই স্মারকলিপিতে থাকা দাবি বা প্রশ্নগুলির উত্তর না পাওয়া গেলে বার অ্যাসোসিয়েশনের বেশকিছু সদস্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাস বয়কট করার পদক্ষেপ নিতে পারেন। হাইকোর্ট সূত্রে জানা গেছে, তাঁদের এই স্মারকলিপিতে প্রথা বহির্ভূত ভাবে এজলাস বদল করা, ভার্চুয়াল শুনানির সময়ের সমস্যা সহ মোট পাঁচটি দাবি জানানো হয়েছে। যা থেকে সংঘাতের তীব্র সম্ভাবনা আছে আইনজীবী ও অন্যান্য বিচারপতির সঙ্গে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। এখন এর জল কতদূর গড়ায়? সেদিকেই দৃষ্টি রয়েছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!