এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এক ব্যক্তি এক পদের প্রচার নয়, বিস্ফোরক ববি! তৃণমূলে গৃহযুদ্ধ!

এক ব্যক্তি এক পদের প্রচার নয়, বিস্ফোরক ববি! তৃণমূলে গৃহযুদ্ধ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি এক ব্যক্তি আর পদের পক্ষে তৃনমূলের একাধিক ছাত্র এবং যুব স্তরের নেতারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে শুরু করেন। একাংশ মনে করেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরাই এই প্রচার করছেন। তবে এবার এই ব্যাপারে ময়দানে নেমে এক ব্যক্তি এক পদের এই ফর্মুলা যে দল অনুমোদন করে না, তা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। স্বাভাবিক ভাবেই ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তৃণমূলের অন্দরমহলে।

সূত্রের খবর, আজ এই ব্যাপারে একটি সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ হাকিম। মূলত, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনেই যে তিনি এই সাংবাদিক বৈঠক করছেন, তা বুঝিয়ে দেন কলকাতা পৌরসভার মেয়র। এদিন এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “এক ব্যক্তি এক পদের যে প্রচার সোশ্যাল মিডিয়ায় করা হচ্ছে, তাকে দল অনুমোদন করে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরাই এই প্রচার শুরু করেছেন। তাই এই পরিস্থিতিতে রাশ নিজের হাতে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে ময়দানে নামালেন। সেক্ষেত্রে দলের অনুমোদন না করা বিষয়টিকে যে প্রচার করা যাবে না, তা স্পষ্ট করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী। যার জেরে তৃণমূলের অন্দরমহলে যে বিভিন্ন ইস্যুতে ফাটল ধরতে শুরু করেছে, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!