এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এক ব্যক্তি এক পদের হাত ধরে নবান্নের নির্দেশ প্রশাসনিক বদলের, এবার কি তাহলে বদল কলকাতা পুরসভার প্রশাসক পদেও?

এক ব্যক্তি এক পদের হাত ধরে নবান্নের নির্দেশ প্রশাসনিক বদলের, এবার কি তাহলে বদল কলকাতা পুরসভার প্রশাসক পদেও?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনের পরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, এবার থেকে দলে এক ব্যক্তি এক পদ নীতি গ্রহণ করা হবে। আর সেই অনুযায়ী গতকাল ব্যাপক সাংগঠনিক রদবদল হয়েছে তৃণমূল কংগ্রেসে। আগে থেকেই জানা ছিল, এবার থেকে মন্ত্রীপরিষদ কিংবা সংগঠন যেকোনো একটিকে বেছে নিতে হবে নেতাদের, সেক্ষেত্রে অনেকেই যারা মন্ত্রী পরিষদে রয়েছেন তাঁরা সংগঠনের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। একইভাবে এবার প্রশাসনিক স্তরেও রদবদল শুরু হয়ে গেল। মন্ত্রিসভার সদস্যকে এবার পুরপ্রশাসক ও প্রশাসক মন্ডলী থেকে সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে।

দমকল মন্ত্রী সুজিত বসুকে দমদম দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল। যেহেতু দক্ষিণ দমদম পুরসভার ভোটের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল, তাই তিনি প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য ছিলেন। কিন্তু সুজিত বোস যেহেতু দমকল মন্ত্রী, তাই তাঁকে দক্ষিণ দমদম পুরসভার প্রশাসনিক পদ থেকে সরে যেতে হল। শুধু এই নয়, হাওড়া কর্পোরেশন থেকেও সরিয়ে দেওয়া হলো সমবায় মন্ত্রী অরূপ রায়কে। তাঁর জায়গায় নতুন পুর প্রশাসক করা হয়েছে চিকিৎসক সুজয় চক্রবর্তীকে। মধ্যমগ্রাম পুরসভার প্রশাসনিক পদ থেকে নিজেই সরে গিয়েছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। আর এবার জল্পনা শুরু হয়েছে কলকাতার পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমকে নিয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত ফিরহাদ হাকিম বর্তমানে নগরোন্নয়নমন্ত্রী। একইসাথে তাঁকে কলকাতার পুরসভার প্রশাসক পদে যে রাখা হবেনা, সে কথা স্পষ্ট হয়ে গেছে গতকালই। একাধিক মন্ত্রী যারা জেলা সভাপতির দায়িত্বে ছিলেন, তাঁদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক, স্বপন দেবনাথ, সৌমেন মহাপাত্রদের জেলা সভাপতির পদ থেকে সরে যেতে হয়েছে। মঙ্গলবার সকাল থেকে প্রশাসনিক স্তর থেকেও মন্ত্রীদের সরানো শুরু হয়েছে। এক ব্যক্তি এক পদের ভিত্তিতে মন্ত্রিসভায় থাকার জন্য অন্যান্য দায়িত্ব ছাড়তে হচ্ছে নেতাদের। প্রসঙ্গত, খাদ্যমন্ত্রী রথীন বিশ্বাস দীর্ঘদিন মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান এবং বিধায়ক ছিলেন।

কিন্তু তাঁকেও প্রশাসকের পদ ছাড়তে হয়েছে। একইসাথে হাওড়া এবং দক্ষিণ দমদম পুরসভার প্রশাসন বদল হবার পর এবার ফিরহাদ হাকিমকে নিয়ে জল্পনা কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। কৌতুহল বাড়ছে ফিরহাদ হাকিমের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কাকে নিয়ে আসেন তা নিয়ে। সবমিলিয়ে দলের অন্দরেও চলছে ব্যাপক চাপানউতোর। পাশাপাশি বদলের হাত ধরে যারা নতুন দায়িত্বে এলেন, তাঁরা কতটা সাংগঠনিক দায়িত্ব কিংবা প্রশাসনিক দায়িত্ব সামলাতে পারেন, সেদিকেও নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!