এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এক চপের দোকানকে কেন্দ্র করে তীব্র চাপানউতোর তৃণমূল ও বিজেপির

এক চপের দোকানকে কেন্দ্র করে তীব্র চাপানউতোর তৃণমূল ও বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এক চপের দোকানকে কেন্দ্র করে শুরু হল তৃণমূল ও বিজেপি প্রবল চাপানউতোর। সিউড়ির মাদ্রাসা রোডে একটি তেলেভাজার দোকান তৈরি হয়েছে। গত মাসের শেষ দিকে এই দোকানটি চালু করেছেন আফতাব উদ্দিন খান ও আফতার উদ্দিন খান নামে দুই ভাই। যেখানে পাওয়া যায় চপ, সিঙ্গারা, ডালপুরি, বীরভূমের জনপ্রিয় খাবার ঘুগনি মুড়ি, চা, বাটার টোস্ট ইত্যাদি। অনুষ্ঠান বাড়ির অর্ডারও নিয়ে থাকেন তাঁরা। এই দোকানের নাম তাঁরা রেখেছেন চপ শিল্প। যা থেকে শুরু হয়েছে রাজনীতির চাপানউতোর।

দোকানের নাম কেন রাখা হয়েছে চপ শিল্প? এই প্রসঙ্গে আফতার উদ্দিন খান জানিয়েছেন যে, এই নামটি তিনি রাখেননি। নাম রেখেছেন তাঁর ভাই আফতাব উদ্দিন খান। এই নামের মধ্যে কোন রাজনীতির ব্যাপার নেই। চপ শিল্প কথাটা মুখে মুখে চালু আছে বলেই, এই নাম রেখেছেন তাঁরা। রাজনীতি থেকে দূরে থাকেন তাঁরা। তবে, রাজনীতির কারণের জন্য তারা এই নাম রাখেন নি ঠিকই, কিন্তু এই ধরনের নাম রাখার কারণে বিজেপির কটাক্ষের মুখে পড়তে হয়েছে তৃণমূলকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চপ শিল্প নামের দোকানটি সিউড়ির মাদ্রাসা রোডের উপরে অবস্থিত। বীরভূম জেলা বিজেপির সোশ্যাল মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত নেতা প্রতীক চক্রবর্তী এই দোকানের নাম চপ শিল্প দেখে একটি টুইট করেছেন। যে টুইট পরে শেয়ার করেছেন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়। এই টুইটে দোকানের নাম চপ শিল্প বলে যেমন কটাক্ষ্য করা হয়েছে, তেমনি মাদ্রাসা রোডের ঠিকানা নিয়েও কটাক্ষ করা হয়েছে।

এ প্রসঙ্গে প্রতীক চক্রবর্তী লিখেছেন যে, কে বলেছে রাজ্যে শিল্প আসেনি? মাননীয়ার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সিউড়িতেই চপ শিল্প গড়ে উঠেছে। আর তথাগত রায় লিখেছেন যে, সেটাও আবার মাদ্রাসা মোড়ে। এভাবে দোকানের নামকে কেন্দ্র করে শুরু হল বড়োসড়ো চাপান-উতোর। শিল্প নিয়ে বিজেপির কটাক্ষের মুখে রাজ্যের শাসক দল তৃণমূল। ইতিপূর্বে,বিজেপির পক্ষ থেকে বারবার কটাক্ষ করা হয়েছে যে, রাজ্যে কোন শিল্প নেই। শিল্প না আসার কারণে ক্রমাগত বাড়ছে রাজ্যে বেকারত্ব। এজন্য চপ ভেজে জীবিকা নির্বাহ করতে বাধ্য হচ্ছে মানুষকে। রাজ্যে শিল্প বলতে একমাত্র আছে শুধু চপ শিল্প।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!