এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এক ধাক্কায় অনেকটা বাড়লো রান্নার গ্যাসের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

এক ধাক্কায় অনেকটা বাড়লো রান্নার গ্যাসের দাম, মাথায় হাত মধ্যবিত্তের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ এক ধাক্কায় অনেকটা বাড়লো রান্নার গ্যাসের দাম। আজ থেকে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫ টাকা বৃদ্ধি পেলো। গত মাসে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছিল। এরপর এক মাসের মধ্যেই আবার রান্নার গ্যাসের দাম বেড়েছে। আজ কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয়ে দাঁড়ালো ৮৮৬ টাকা। তবে, রাজ্যের একাধিক জেলায় এর দাম ৯০০ টাকা, কোথাও বা ১০০০ টাকা হয়ে দাঁড়ালো। ফলে মাথায় হাত মধ্যবিত্তের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা সংক্রমণকালে গত এক বছর ধরে রান্নার গ্যাসের দাম হু হু করে বাড়ছে। গত এক বছরে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়েছে ২৪১ টাকা। গত ছ মাসের মধ্যেই ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়েছে ১৪১ টাকা। করোনা সংক্রমণকালে যখন বহু মানুষ জীবিকা হারা, বহু মানুষের রোজগার কমে এসেছে, সেই সময়ে রান্নার গ্যাসের বারবার মূল্যবৃদ্ধি আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে বহু মানুষকে। পুজোর রান্নার গ্যাসের দাম আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন বহু মানুষ।

রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে সমস্যা বাড়ছে হোটেল মালিক ও খাবারের দোকান মালিকদেরও। কারণ, বাণিজ্যিক সিলিন্ডারের দামও বাড়ছে পাল্লা দিয়ে। কয়েক মাসেই ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২৫৭ টাকা বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় খাবারের দাম বৃদ্ধি না করলে লাভের মুখ দেখা সম্ভব নয়। কিন্তু অতিরিক্ত দাম বাড়ালে বিক্রি-বাট্টা কমে যাবার আশঙ্কা আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!