এখন পড়ছেন
হোম > জাতীয় > এক ঢিলে দুই পাখি। চীন ও নেপালকে শায়েস্তা করতে বিশেষ পদক্ষেপ ভারতীয় বায়ু সেনার

এক ঢিলে দুই পাখি। চীন ও নেপালকে শায়েস্তা করতে বিশেষ পদক্ষেপ ভারতীয় বায়ু সেনার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের নির্মাণ স্থল হিসেবে যখন চীনের ওপর আমেরিকাসহ সারা বিশ্ব অভিযোগ তুলতে শুরু করে, ঠিক সেই সময়েই লাদাখে ভারতের সঙ্গে জমি বিবাদ আরম্ভ করে চীন। বিশ্বের বিভিন্ন দেশগুলির দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ করে নিজের শরীর থেকে কলঙ্ক মুছে ফেলাই যে, চীনের এই জমি বিবাদের কারণ সে ব্যাপারে অনেকেই একমত। আর এই অপকর্মে চীনের দোসর হয় ভারতের অন্যতম প্রতিবেশী দেশ নেপাল। চীন যেমন ভারতের বেশকিছু ভূখণ্ড নিজের বলে দাবি করেছে। অনুরূপ কাজ করল নেপালও। পার্লামেন্ট নতুন করে তাদের মানচিত্র পাশ করে নিয়ে, উক্ত মানচিত্রে ভারতের বেশ কিছু স্থানকে নিজেদের বলে জোরজবরদস্তি দাবি করা হলো। এবার চিন ও নেপালকে শায়েস্তা করতে ভারতীয় বায়ুসেনার বিশেষ পদক্ষেপ।

প্রসঙ্গত চীন, নেপালের মতো শত্রু ভাবাপন্ন প্রতিবেশীকে চাপে রাখতে উত্তরাখণ্ড রাজ্যের চীন, নেপাল সীমান্তবর্তী তিনটি জেলায় এয়ার ডিফেন্স সিস্টেম বসানোর পরিকল্পনা গ্রহণ করেছে ভারতীয় বায়ুসেনা। এয়ার ডিফেন্স সিস্টেম এর সঙ্গে সঙ্গে তৈরি করা হবে অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড। উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে শত্রুভাবাপন্ন এই দুই দেশের সীমানা। যদিও নেপালের পক্ষে ভারতীয় সীমানায় প্রবেশ করে আক্রমণ চালানো দুঃসাধ্য, কিন্তু চীনের কাছে তা দুঃসাধ্য নয়। এই কারণেই বিশেষ পদক্ষেপ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ বিষয়ে গত শুক্রবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের সঙ্গে এয়ার মার্শাল রাজেশ কুমার সহ বেশকিছু গুরুত্বপূর্ণ আধিকারিকের একটি বিশেষ বৈঠক আয়োজিত হল। এই বৈঠকে তাঁরা চীন নেপাল সীমানায় অবস্থিত উত্তরাখণ্ডের তিন জেলাতে এয়ার ডিফেন্স সিস্টেম বসানোর ব্যাপারে আলোচনা করেন। উত্তরাখণ্ডের এই তিন জেলা হলো চামোলি, পিথোরগড় ও উত্তর কাশী। এই তিনটি জেলায় এয়ার ডিফেন্স সিস্টেম বসাতে উপযুক্ত জমির আবেদন করা উত্তরাখন্ড রাজ্য সরকারের কাছে। এই প্রস্তাবে সম্মতি দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। দুই শত্রু দেশের কথা চিন্তা করেই এয়ার ডিফেন্স সিস্টেম বসাবার কাজটি দ্রুত সমাপ্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে। গতকালের বৈঠকে নির্ধারণ করা হলো, দু পক্ষের একজন একজন করে, মোট দুজন নোডাল অফিসার নিয়োজিত থেকে সম্মিলিত ভাবে এই কাজটি করবেন।

উত্তরাখণ্ডের তিন জেলায় এভাবে এয়ার ডিফেন্স সিস্টেম স্থাপনের পাশাপাশি উত্তরাখণ্ডে বায়ুসেনাকে আরও শক্তিশালী করে তুলতে এই রাজ্যে বায়ুসেনার পক্ষ থেকে একটি অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড, চৌকুঠিয়াতে নতুন বিমানঘাঁটি নির্মাণ এবং পাটনা নগর, জলি গ্রান্ট ,পিথোরগড় বিমানবন্দরের সম্প্রসারণের প্রস্তাবও দেওয়া হয়েছে। অন্যদিকে এয়ার ডিফেন্স সিস্টেম বসানোর জন্য একটি স্থান ইতিমধ্যেই নির্দিষ্ট করা হয়ে গেছে, বাদবাকি স্থান গুলিও খুব শীঘ্রই নির্ধারণ করা হবে বলে এই বৈঠকে জানানো হয়েছে। দ্রুত এয়ার ডিফেন্স সিস্টেম পরিকল্পনার মাধ্যমে এই রাজ্যে ভারতের বায়ুসেনাকে শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হল সেদিনের এই বৈঠকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!