এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এক ফেলুদা চলে যাবার পর আরেক ফেলুদার করোনা

এক ফেলুদা চলে যাবার পর আরেক ফেলুদার করোনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের করোনা পরিস্থিতি যে এখনো বিশেষ স্বস্তিদায়ক অবস্থায় নেই, সে কথা আবারও প্রমাণিত। বিশেষজ্ঞরা কিন্ত সাবধান করেই যাচ্ছেন প্রতিনিয়ত। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পরবর্তীতে তাঁর  করোনা সেরে গেলেও পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের ছেড়ে চলে যান। আর এবার বাংলা সিনেমার জগতে আবারো একটি দুঃসংবাদ।

করোনা আক্রান্ত হলেন বাংলা সিনেমা জগতের অত্যন্ত নামি অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়ের পুত্র আবির চট্টোপাধ্যায়। একের পর এক সুপারহিট সিনেমা ঝুলিতে যার, সেই আবির এবার করোনা আক্রান্ত হয়ে পড়লেন। এই খবর সম্প্রতি অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে সবাইকে জানিয়েছেন। অভিনয়ের পাশাপাশি আবীর চট্টোপাধ্যায় এই মুহূর্তে বাংলা টেলি জগতের জনপ্রিয়তম গানের রিয়েলিটি শো এর সঞ্চালকের কাজ করছিলেন।

পাশাপাশি গত বৃহস্পতিবার উইন্ডোজ প্রোডাকশন হাউজের একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন অভিনেতা। এ প্রসঙ্গে অভিনেতা আবির চট্টোপাধ্যায় জানান, প্রযোজনা সংস্থা সবরকম সুরক্ষা ব্যবস্থা নিয়েছিলো করোনার পরিপ্রেক্ষিতে। তিনি নিজেও মাস্ক ব্যবহার করছিলেন, কিন্তু তা সত্বেও সংক্রমণ থেকে তিনি রক্ষা পাননি। সংবাদ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার যখন বিজ্ঞাপনের শুটিং করছিলেন অভিনেতা তখন বারবার হ্যান্ড স্যানিটাইজার, স্যানিটাইজার স্প্রে ব্যবহার করতে দেখা গিয়েছে বারংবার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি আবীর মুখে মাস্ক ব্যবহার করছিলেন প্রায় সর্বক্ষণ। সব ক্ষেত্রেই তিনি অত্যন্ত সাবধানী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কিন্তু তা সত্বেও করোনা হওয়ায় যথেষ্টই হতাশ হয়েছেন আবীর চট্টোপাধ্যায়। আপাতত তিনি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। আবীর চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি করোনার আক্রান্ত হয়েছেন ঠিকই, কিন্তু শুধুমাত্র গন্ধের অনুভূতি চলে যাওয়া ছাড়া আর কোন রকম লক্ষণ নেই তাঁর। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি আপাতত রয়েছেন।

তাঁর বাড়ির প্রত্যেকেই করোনা পরীক্ষা করাবেন বলে নিশ্চিত করেছেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। এই খবরে খুব স্বাভাবিকভাবেই আবীর চট্টোপাধ্যায়ের অনুরাগীরা অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন। অন্যদিকে আবির চট্টোপাধ্যায়ের করোনা আক্রান্তের খবরে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন প্রোডাকশন হাউজের অন্যান্যরা। আপাতত আবির চট্টোপাধ্যায়ের গৃহবন্দী অবস্থা থেকে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরতে পারেন, সে প্রার্থনাই করে চলেছেন আপামর বাঙালি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!