এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এক রাতের মধ্যে স্বস্তি বদলে গেল উদ্বেগে, মনোনয়ন পেশ নিয়ে তৃণমূল বিপাকে

এক রাতের মধ্যে স্বস্তি বদলে গেল উদ্বেগে, মনোনয়ন পেশ নিয়ে তৃণমূল বিপাকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমা নিয়ে বড়োসড়ো বিপর্যয়ের মুখে তৃণমূল শিবির। রাজ্যজুড়ে ভোটের প্রচার যখন তুঙ্গে, ঠিক সে সময় রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে। কিন্তু পুরুলিয়ার জয়পুর আসনের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়নপত্র জমা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। তারিখ ভুলের কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যায় নির্বাচন কমিশনের নির্দেশে। যথারীতি এই ঘটনা সামনে আসার পর তৃণমূল শিবিরে শুরু হয় তীব্র চাঞ্চল্য। পাশাপাশি রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় তীব্র সমালোচনা। পরিস্থিতি সামাল দিতে তৃণমূলের পক্ষ থেকে হাইকোর্টের দ্বারস্থ হয়।

সেখানে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল করে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি রায় দেন, এই সামান্য ভুলের জন্য মনোনয়নপত্র বাতিল করা যাবেনা। মনোনয়নপত্র গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় কোর্ট। কিন্তু এবার জটিলতা আরো বেড়ে গেল বলে মনে করা হচ্ছে। কারণ, এই মামলা এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল। পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার রায়ের বিরোধীতা করে এবং সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার নির্বাচন কমিশন শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং সেখানেই জরুরী ভিত্তিতে মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। ফলস্বরূপ আবারও জটিলতার মুখে পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। প্রসঙ্গত, গত মঙ্গলবার নিজের মনোনয়নপত্র জমা করেছিলেন উজ্জল কুমার। সেখানেই স্ক্রুটিনিতে ত্রুটি ধরা পড়ায় তা সংশোধন করতে বলা হয়েছিল। সংশোধনের পর বুধবার তিনি তা জমা দিলে দ্বিতীয় দফায় ত্রুটি ধরা পড়ে। রাতে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে উজ্জ্বল কুমারের প্রার্থী পদ বাতিল করার ঘোষণা করে কমিশন।

অন্যদিকে ত্রুটিপূর্ণ আবেদনপত্র থাকায় নির্বাচন কমিশনের তরফ থেকে মামলাকারী প্রার্থী উজ্জ্বল কুমারের প্রার্থী মনোনয়ন গ্রহণের আবেদনের বিরোধিতা করা হয় বলে জানা গিয়েছে। সব মিলিয়ে তৃণমূলের জন্য সময়টা যে মোটেই ভালো যাচ্ছেনা তা প্রকার মেনে নিচ্ছেন রাজনৈতিক মহলের অধিকাংশই। প্রাথমিকভাবে হাইকোর্টের রায়ে স্বস্তি মিললেও সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ডিভিশন বেঞ্চে আবেদন করায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। আপাতত এই সমস্যার সমাধানে হাইকোর্টের রায়ই যে শেষ কথা বলবে, সে ব্যাপারে নিশ্চিত থাকা যায়।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!