এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এক তৃণমূল নেতাকে হারাতে ৩০ জনের অন্তর্ঘাত! ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে উত্তাল রাজ্য

এক তৃণমূল নেতাকে হারাতে ৩০ জনের অন্তর্ঘাত! ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে উত্তাল রাজ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের পূর্বে বারবার ভাঙ্গন দেখা দিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূলে। তৃণমূলের বেশকিছু হেভিওয়েট যোগদান করেছিলেন বিজেপিতে। তাঁদের মধ্যে অনেকে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, যাদের মধ্যে জয়ী হয়েছেন কিছুসংখ্যক হেভিওয়েট। বিষ্ণুপুরে তৃণমূলের হেভিওয়েট নেতা তন্ময় ঘোষ নির্বাচনের পূর্বে বিজেপিতে যোগদান করেছিলেন। তাঁকে নির্বাচনের প্রার্থী করা হয়েছিল। বিষ্ণুপুর থেকে নির্বাচনে জয়লাভ করেছেন তিনি। ফলপ্রকাশের পর তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বিষ্ণুপুর কেন্দ্রে তৃণমূলকে হারাতে তৃণমূলের ৩০ জন হেভিওয়েট নেতা দলের বিরুদ্ধে অন্তর্ঘাত করেছেন। এ বিষয়ে একটি পোস্ট ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

নির্বাচনের পূর্বে বিজেপিতে আসা তন্ময় ঘোষ বিষ্ণুপুর টাউন তৃণমূলের যুব সভাপতি ছিলেন। তাঁকে নির্বাচনে প্রার্থী করা হয়েছিল, ভালোরকম মার্জিনে তিনি জয়লাভ করেছেন। তাঁর জয়লাভের পর তৃণমূলের ৩০ জন নেতার বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, তাদের অন্তর্ঘাতের ফলেই বিষ্ণুপুর কেন্দ্রে পরাজিত হয়েছেন তৃণমূলের প্রার্থী। এ বিষয়ে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট ভাইরাল হয়ে পড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট ভাইরাল হয়ে পড়েছে। যেখানে ৩০ জন তৃণমূল নেতার নাম রয়েছে। এই পোস্টে জানানো হয়েছে, তালিকাভুক্ত এই নেতারা নির্বাচনে বিজেপি প্রার্থীকে জয়লাভ করতে সাহায্য করেছেন। এই তালিকার মধ্যে একাধিক হেভিওয়েট তৃণমূল নেতার নাম রয়েছে। যাদের মধ্যে অন্যতম হলেন বিষ্ণুপুর পুরসভার প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মথুর কাপড়ি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদাধিকারী।

পোস্ট ভাইরাল হতেই তীব্র শোরগোল পড়ে যায়। এ প্রসঙ্গে বিষ্ণুপুর পুরসভার প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়ের জানিয়েছেন, তাঁদের স্বচ্ছ ভাবমূর্তিকে কালিমালিপ্ত করে দিতে, দলের কাছে তাঁদেরকে অসম্মানিত করতে উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের পোস্ট করা হয়েছে। অভিযুক্তকে খুঁজে বের করতে পুলিশের কাছে গিয়েছেন তাঁরা। বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী ও সেইসঙ্গে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব সভানেত্রী অর্চিতা বিদ ও বাঁকুড়ার জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরাকেও এ বিষয়ে সম্পর্কে জানানো হয়েছে।

ঘটনায় বিষ্ণুপুর পুরসভার প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় পুলিশের দ্বারস্থ হয়েছেন। বিষ্ণুপুর থানার আইসি শান্তনু মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা অভিযোগ পেয়েছেন। বিষয়টি সাইবারক্রাইম সেলে পাঠিয়েছেন তাঁরা। দলের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে দলের একাংশের এই পোস্ট দলের অন্তর্দ্বন্দ্বকে প্রকাশ্যে এনে দিয়েছে বলে, একাধিক রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। এ বিষয়ে দলের পক্ষ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়? সেদিকে দৃষ্টি রয়েছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!