এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এক যাত্রায় পৃথক ফল কেন? নারদা মামলায় গ্রেপ্তারির পর তৃণমূলের ভূমিকায় প্রশ্ন! বাড়ছে জল্পনা!

এক যাত্রায় পৃথক ফল কেন? নারদা মামলায় গ্রেপ্তারির পর তৃণমূলের ভূমিকায় প্রশ্ন! বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সম্প্রতি নতুন মন্ত্রিসভা গঠনের পরই তৃণমূলের অস্বস্তি বেড়েছে। সিবিআইয়ের পক্ষ থেকে নারদ কান্ডে গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে। স্বাভাবিক ভাবেই এই সমস্ত তৃণমূলের নেতা এবং মন্ত্রীরা গ্রেপ্তার হওয়ার পর থেকেই শাসকদল ময়দানে নেমেছে। কার্যত লকডাউনকে উপেক্ষা করে তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে।

ঘাসফুল শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, ভোটে পরাজয় হয়েছে। আর তারপর বিজেপি রাজনৈতিক প্রতিহিংসার করতে সিবিআই দিয়ে হেনস্থার রাস্তা বেছে নিয়েছে। তবে সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র, এমনকি শোভন চট্টোপাধ্যায়ের জন্য তৃণমূলের নেতাকর্মীরা ময়দানে নামলেও, কেন্দ্রীয় এজেন্সির পক্ষ থেকে গ্রেপ্তার হওয়া তৃণমূলের অন্যতম দাপুটে নেতা জঙ্গলমহলের ছত্রধর মাহাতোর ক্ষেত্রে এইভাবে ময়দানে নামতে দেখা গেল না তৃণমূল কংগ্রেসকে!

নারদ কান্ডে গ্রেপ্তারের পর তৃণমূলের ভূমিকা নিয়ে এই প্রশ্নই উঠতে শুরু করেছে রাজ্যজুড়ে। সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্রের মত ছত্রধর মাহাতোও তো দলের অন্যতম শীর্ষ নেতা। তাই তাকে কেন্দ্রীয় এজেন্সির পক্ষ থেকে গ্রেপ্তার করার পর কেন তৃণমূল সেভাবে ময়দানে নামল না, বা এর বিরুদ্ধে প্রতিবাদ করল না! এখন সেটাই নানা মহলে প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, বিগত বাম আমলে জনসাধারণ কমিটির নেতা হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন এই ছত্রধর মাহাতো। তারপর তৃণমূল সরকার আসলেও সেভাবে তাকে ছাড়ানোর চেষ্টা করেনি বলে অভিযোগ উঠেছিল নানা মহলে। কিন্তু বেশ কিছুদিন আগে তিনি জেলমুক্ত হয়েছিলেন। আর তারপরেই তৃণমূলের হয়ে আবার সক্রিয়ভাবে ময়দানে নামতে শুরু করেন। তবে রাজনীতিতে সক্রিয় হওয়ার পরেই আবার তাকে এনআইএর পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন। আর এই পরিস্থিতিতে নারদ কান্ডে তৃণমূলের একাধিক হেভিওয়েট গ্রেপ্তার হওয়ার পর তাদের জন্য ঘাসফুল শিবিরের সকল স্তরের নেতা-কর্মীরা আন্দোলনে নামলেও কেন জঙ্গলমহলে তৃণমূলের অন্যতম মুখ ছত্রধর মাহাতোর ক্ষেত্রে এক পদ্ধতি অবলম্বন করা হল না! সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, তাহলে কি ছত্রধর মাহাতোর ক্ষেত্রে বিষয়টি এড়িয়ে যেতে চাইছে স্বয়ং তৃণমূল নেতৃত্ব! আর সেই কারণে তিনি গ্রেফতার হওয়ার পর বিন্দুমাত্র এই বিষয়ে মন্তব্য করতে দেখা যায়নি ঘাসফুল শিবিরের কোনো নেতানেত্রীকে? একাংশ বলছেন, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্ররা যেমন দলের জন্য প্রাণপাত করেছিলেন, ঠিক তেমনই জঙ্গলমহলে তৃণমূলকে এবারের বিধানসভা নির্বাচনে ভালো ফল করাতে উদ্যত হয়েছিলেন এই ছত্রধর মাহাতো‌। কিন্তু সেভাবে এনআইএর তদন্ত থেকে তাকে বাঁচানোর জন্য সওয়াল করতে কাউকে দেখা যাচ্ছে না।

কিন্তু কেন ছত্রধর মাহাতোকে বাঁচানোর জন্য দলের কেউ সেভাবে প্রতিবাদে নামলেন না? এদিন এই প্রসঙ্গে ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি মাহাতো বলেন, “উনি গ্রেফতার হওয়ায় কেন কেউ প্রতিবাদ করেননি, সেটা জানি না। হয়ত নির্বাচন বিধির কারণে সমস্যা ছিল।” একইভাবে এর কারণ হিসেবে নির্বাচন বিধি চলছিল। তাই সেইসময় প্রতিবাদ কর্মসূচি করা সম্ভব হয়নি বলে জানিয়ে দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু।

তবে তৃণমূলের পক্ষ থেকে যে কথাই বলা হোক না কেন, পরবর্তীতে কেন এই গোটা ঘটনার প্রতিবাদে শাসকদল প্রতিবাদ করল না, এখন তা নিয়ে নানা মহলে জল্পনা ছড়িয়েছে। অনেকে বলছেন, হয়ত বা তৃণমূল বুঝতে পেরেছে যে ছত্রধর মাহাতোকে নিয়ে তাদের নানা সমস্যা রয়েছে। তাই আইনের এই বেড়াজালী তারা যদি প্রতিবাদ করে তাহলে তাদের দিকে পাল্টা প্রশ্ন আসতে পারে তাই বুঝে শুনেই তৃণমূল ছত্রধর মাহাতোর ক্ষেত্রে প্রতিবাদে রাস্তায় না গিয়ে কার্যত সূক্ষ্মভাবে গোটা ব্যাপারটি এড়িয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে।

তবে সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্রদের ক্ষেত্রে প্রতিবাদ হলেও ছত্রধর মাহাতো গ্রেপ্তার হওয়ার পর সেই প্রতিবাদে না হওয়ায় জঙ্গলমহলের একাংশ তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে প্রশ্ন ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!