এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এক যুগের বৃত্ত সম্পূর্ণ করল বিজেপি! কিভাবে জেনে নিন

এক যুগের বৃত্ত সম্পূর্ণ করল বিজেপি! কিভাবে জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট যেন একটা বৃত্ত সম্পূর্ণ হলো। শুরু হয়েছিল 3 থেকে, আবার শেষ হল সেই তিনে এসেই। একুশের বিধানসভা নির্বাচন, তারপর উপনির্বাচন এবং সবশেষে কলকাতা পুর নির্বাচন- হারের হ্যাটট্রিক করল গেরুয়া শিবির। মনে করা হচ্ছিল, কলকাতা পুর নির্বাচনে গেরুয়া শিবির হয়তো তৃণমূলকে এবার জোরদার টক্কর দেবে। কিন্তু পুর নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই বোঝা যায় এবারেও গেরুয়া শিবির শেষ পর্যন্ত হারের মুখ দেখবে। গতবার অর্থাৎ 2015 সালে বিজেপি সাতটি আসন জিতেছিল। কিন্তু 10 বছর আগে বিজেপি যেখান থেকে শুরু করেছিল এবার ঠিক সেই জায়গায় পৌঁছে গেলো।

অর্থাৎ তিনটি আসন নিয়ে বিজেপি লড়াই শুরু করেছিল, সেই তিনটি আসনেই আবার পৌঁছে গেল গেরুয়া শিবির। 2010 এ কলকাতা পুরসভার তিনটি ওয়ার্ড দখল করেছিল গেরুয়া শিবির। সেসময় কাউন্সিলর হয়েছিলেন মিনাদেবী পুরোহিত, বিজয় ওঝা এবং সুনিতা ঝাওয়ার। এবারের নির্বাচনে যথাক্রমে মীনাদেবী পুরোহিত এবং বিজয় ওঝা জয় পেয়েছেন। এবং তার সাথে 50 নম্বর ওয়ার্ডে জয় এনেছেন বিজেপির সজল ঘোষ। দেখা যাচ্ছে, ভোট প্রদানের নিরিখেও দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। অর্থাৎ বিজেপি একেবারে পেছনের সারিতে চলে গেল। 2019 এর লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির হঠাৎ করেই নজরে পড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

লোকসভা নির্বাচনের নিরিখে কলকাতায় 22 টি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। লোকসভা নির্বাচনের সাফল্যের পর গেরুয়া শিবির স্বপ্ন দেখা শুরু করে একুশে বাংলার বিধানসভা দখল করার। কিন্তু সেই স্বপ্ন একেবারে চুরমার হয়ে যায়। এবং তারপর একের পর এক হার। বিজেপির তরফ থেকে অবশ্য বলা হচ্ছে, পুর নির্বাচনে ভোট লুট হয়েছে তাই এই ফলাফল স্বাভাবিক। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, তৃণমূল আসলে বামেদের তুলে নিয়ে আসতে চাইছে। আর তাই সিপিএমের হয়ে ছাপ্পা ভোট করেছে শাসক দল। তবে রাজনৈতিক মহলে কিন্তু গেরুয়া শিবিরকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

তার কারণ একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে কিন্তু কলকাতা সহ বিভিন্ন জেলায় বিজেপির সংগঠন ক্রমশ ভেঙে পড়তে শুরু করেছে। কিন্তু সেদিকে নজর নেই গেরুয়া শিবিরের শীর্ষ নেতাদের। এমনকি সংগঠনকে শক্তিশালী করার কথা তারা ভাবেননি। এ প্রসঙ্গে অবশ্য রাজনৈতিক মহলের অনেকেই দায় চাপিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের ওপর। আপাতত এই হার থেকে শিক্ষা নিয়ে গেরুয়া শিবির আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করে, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!