এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > একা রাহুলে রক্ষে নেই, এবার প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে ঘুম উড়তে চলেছে সোনিয়া গান্ধীর? জেনে নিন

একা রাহুলে রক্ষে নেই, এবার প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে ঘুম উড়তে চলেছে সোনিয়া গান্ধীর? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কংগ্রেসের সভাপতি বাছাই নিয়ে বিক্ষুব্ধ তেইশ নেতার চিঠি ঘিরে ইতিমধ্যেই তুমুল চাপানউতোর চলছে কংগ্রেস শিবিরে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী পুরো ব্যাপারটিকে কড়া হাতে নিয়ন্ত্রণ করলেও ধিকি ধিকি অশান্তির আগুন এখনো জ্বলছে বলে মনে করা হচ্ছে। কিন্তু এবার দেশের অন্য প্রান্তে গান্ধী পরিবারের বিরুদ্ধে সুর চড়ালো দলেরই বেশ কয়েকজন নেতা। পরিবার তন্ত্রকে ঘিরে গান্ধী পরিবারের বিরুদ্ধে বহু দিন ধরেই কংগ্রেসের অন্দরে চাপা বিদ্রোহ শুরু হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বর্তমানে সেই চাপা বিদ্রোহের আগুন ক্রমশ ফেটে বেরোচ্ছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি দিল্লির ঢঙে উত্তরপ্রদেশের সাত কংগ্রেস নেতা চিঠি লিখলেন কেন্দ্রীয় নেতৃত্বকে। বিক্ষুব্ধ পত্রলেখকদের মধ্যে রয়েছেন- কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সন্তোষ সিং, প্রাক্তন মন্ত্রী সত্যদেব ত্রিপাঠি, প্রাক্তন বিধায়ক বিনোদ চৌধুরি, ভূধর নারায়ণ মিশ্র, নেকচন্দ মিশ্র, স্বয়ম প্রকাশ গোস্বামী এবং সঞ্জীব সিং। বিক্ষুব্ধ কংগ্রেস নেতারা নাম না করেই একটি চিঠি লিখেছেন কংগ্রেস নেতৃত্বকে। আর এই চিঠিতে পরিবারতন্ত্রের থেকে বেশি গণতন্ত্রের ওপর জোর দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উত্তরপ্রদেশের এই সাত কংগ্রেস নেতাকে ইতিমধ্যেই বহিষ্কার করেছেন প্রিয়াঙ্কা গান্ধী স্বয়ং। এই বিক্ষুব্ধ 7 নেতা ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন, তাঁদের বহিষ্কার নিয়ম বিরোধী। এই নিয়ে তাঁরা কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিয়েছেন বলেও জানা গেছে। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের চিঠির কোন উত্তর দেয়নি বলে দাবী করেছেন সাত বিক্ষুব্ধ কংগ্রেস নেতা। তাঁদের মতে, বর্তমানে উত্তরপ্রদেশে সবথেকে খারাপ পরিস্থিতে রয়েছে কংগ্রেস। দলে এখন যারা আছেন তাঁরা দলের আদর্শ সম্পর্কে অবহিত নন।

তবে বিশেষজ্ঞদের মতে, বর্তমানে কংগ্রেস শিবিরে ক্রমশ স্পষ্ট হচ্ছে দলের অন্তর্দ্বন্দ্ব। আর এই পরিস্থিতি ভবিষ্যতে কংগ্রেসকে জাতীয় রাজনীতিতে ক্রমশ যে পিছিয়ে দেবে তা নিয়ে নিঃসন্দেহ রাজনৈতিক মহল। অন্যদিকে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, কংগ্রেসের নেতৃত্বের ভার সবসময় থাকবে গান্ধী পরিবারের হাতেই। তাই যতই যাই হোক না কেন এই সিদ্ধান্তের কখনোই পরিবর্তন হবেনা। তবে এই ইস্যুকে যে গেরুয়া শিবির পুরোপুরি কাজে লাগাবে সে বিষয়ে নিশ্চিত সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!