এখন পড়ছেন
হোম > রাজনীতি > একাধিক হেভিওয়েটের প্রচারে আজ ঝড় উঠবে রাজ্যের রাজনৈতিক মহলে

একাধিক হেভিওয়েটের প্রচারে আজ ঝড় উঠবে রাজ্যের রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল সম্পন্ন হল দ্বিতীয় দফার নির্বাচন, এবার তৃতীয় দফার নির্বাচনের প্রচারে একেবারে তেড়ে-ফুঁড়ে নামছেন বিভিন্ন দলের হেভিওয়েটরা। উত্তর থেকে দক্ষিনে আজ নির্বাচনী প্রচারে নামতে চলেছেন একাধিক হেভিওয়েট, সরগরম হতে চলেছে রাজ্যের রাজনৈতিক মহল। আজ একাধিক স্থানে নির্বাচনী প্রচারে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রমুখরা।

আজ কোচবিহার জেলায় একাধারে তিনটি জনসভায় অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে দিনহাটায় জনসভা করবেন তিনি। এরপর জনসভা করবেন নাটাবাড়ি ও তুফানগঞ্জে। আবার আলিপুরদুয়ারেও জনসভা করবেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রাম থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, আজ কোচবিহার জেলার শীতলকুচিতে জনসভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এরপর তাঁর সভা রয়েছে আলিপুরদুয়ারে। আবার আজ দুপুরের পর দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পশ্চিম কেন্দ্রে রোডশো করবেন তিনি। হুগলির আরামবাগে তিনি রোডশো করবেন বিকেলে। আবার, আজ অভিনেতা মিঠুন চক্রবর্তী হাওড়ার ডুমুরজলায় জনসভা করবেন। এছাড়া হুগলির পুরশুড়া, শ্যামপুরে রোডশো করবেন তিনি।

অন্যদিকে, আজ দক্ষিণ ২৪ পরগনায় প্রচারে অংশগ্রহণ করতে চলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুলতলিতে জনসভা করবেন তিনি। এরপর জনসভা করবেন বাসন্তীতে। এরপর জনসভা রয়েছে তাঁর বারুইপুর পূর্ব কেন্দ্রে। আবার ডায়মন্ড হারবারে রোডশো করবেন তিনি। আবার, আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাতগাছিয়াতে রোডশো করবেন দুপুরে। বিকেলে সভা করবেন বিষ্ণুপুরে।

নন্দীগ্রামের ভোট পর্ব শেষ হতেই রেয়াপাড়ার ভাড়াবাড়ি ছেড়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে অভূতপূর্ব ফললাভ করেছিল বিজেপি। এবারও উত্তরবঙ্গে জয়ের ধারা ধরে রাখতে চায় বিজেপি। অন্যদিকে উত্তরবঙ্গ পুনরুদ্ধারে তীব্রভাবে সচেষ্ট রাজ্যের শাসক দল তৃণমূল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!