এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন বামফ্রন্টের চেয়ারম্যান

একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন বামফ্রন্টের চেয়ারম্যান


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একেবারে দোরগোড়ায় আগামী বিধানসভা নির্বাচন। আগামীকাল থেকে শুরু হতে চলেছে এই উৎসবের। প্রথম দফার নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে প্রচারে জলপাইগুড়িতে এসেছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক কটাক্ষ করলেন তিনি। তিনি প্রশ্ন করেছেন যে, ৬৫ বছর বয়স্ক কোন মানুষকে কি কখনো মেয়ে বলা যায়?

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে এসেছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ভোটের প্রচারে। সেখান থেকে তিনি প্রশ্ন করেছেন যে, ৬৫ বছর বয়স্ক একজন মানুষকে কি কখনো মেয়ে বলা যায়? তিনি জানালেন, তাঁর তার বয়স হয়েছে ৮১ বছর। তিনি প্রশ্ন করেছেন, তাঁকে কি কখনো ছেলে বলা যায়? তিনি বুড়ো হয়েছেন। বিমান বসু জানালেন যে, ছোট বেলায় কাউকে বলা যায় শিশু। তারপর তাকে বলা হয় বালক বা বালিকা। তারপর তাকে বলা হয়ে থাকে কিশোর বা কিশোরী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আরেকটু বড় হলে তাকে ছেলে বা মেয়ে বলা যায়। এরপর বয়স বাড়লে সম্পর্কের ভিত্তিতে তাকে বাবা, মা, মাসি, পিসি, জেঠু ইত্যাদি বলা যায়। এরপরই তিনি প্রশ্ন করেছেন, তাহলে মুখ্যমন্ত্রী কি করে মেয়ে হলেন? এভাবে তৃণমূলের নতুন স্লোগান বাংলা নিজের মেয়েকেই চায়কে ব্যাঙ্গা ও কটাক্ষ করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

এ প্রসঙ্গে তিনি আরও জানালেন যে, নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁকে বাংলার মেয়ে বলা যেতে পারে। এরপর বিমান বিমান বসু আরও জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন খেলা হবে, শর্ট মেরে গোল করবেন তিনি। কিন্তু তাঁর পায়ে তো প্লাস্টার রয়েছে। তিনি প্রশ্ন করেছেন, এই অবস্থায় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন কি করে? এভাবেই একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ্য বামফ্রন্টের চেয়ারম্যানের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!