এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “একাধিক তৃণমূল নেতা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন” বিস্ফোরক দাবি লকেটের

“একাধিক তৃণমূল নেতা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন” বিস্ফোরক দাবি লকেটের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূলে চলছে তীব্র গোষ্ঠী কোন্দল। দলের একের পর এক নেতা দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেই চলেছেন। দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেছেন। তৃণমূলের বেশকিছু নেতা, বিধায়ক, সংসদ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন এমন দাবি বিজেপি একাধিকবার করেছে। আজ, এ প্রসঙ্গে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানালেন যে, বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। সাংসদের এই দাবীতে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজ্যের রাজনীতি মহল।

প্রসঙ্গত, গতকাল করুণাময়ীতে এক অরাজনৈতিক সভায় দলের প্রতি বেশ কিছু বিস্ফোরক বক্তব্য রেখেছিলেন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। শীতবস্র প্রদানের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানিয়ে ছিলেন যে, দলে যারা দক্ষতা ও যোগ্যতার সঙ্গে কাজ করছেন, তাদেরকে প্রাধান্য দেয়া হচ্ছে না। তাদের ফেলে দেয়া হচ্ছে পিছনের সারিতে। দলে যাদের যোগ্যতা রয়েছে, যাদের দক্ষতা রয়েছে, তারা আজ রয়েছেন পেছনের সারিতে। কিন্তু যারা ঠাণ্ডা করে বসে আছেন, তারাই বিভিন্ন স্থানে দলের সামনের সারিতে চলে আসছেন।

গতকাল তিনি ক্ষোভের সঙ্গে জানিয়েছিলেন যে, যোগ্যতা ও দক্ষতার সঙ্গে যখন কেউ কাজ করার চেষ্টা করেন তখন তাকে পেছনের সারিতে ঠেলে ফেলে দেয়া হয়। আবার যাদের মানুষ পছন্দ করেনা, যাদের সম্পর্কে মানুষের অনেক অভিযোগ আছে, যারা দুর্নীতিগ্রস্ত। শুধুমাত্র স্তাবকতার কারণে দলের সামনের সারিতে উঠে এসেছেন তাঁরা। যারা শুধুমাত্র স্তাবকতা করতে জানে। হ্যা তে হ্যা, না তে না মেলাতে জানে, দলে তারাই শুধু ভালো। বাকিরা সব খারাপ। এভাবেই দলের প্রতী তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

আজ হুগলির পোলবার গোটুবাজারে স্বচ্ছ অভিযান কর্মসূচিতে গিয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানালেন যে, বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সহ বহু তৃণমূল নেতা যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে। এর পূর্বে তিনি চা-চক্র অনুষ্ঠানে যোগদান করেছিলেন। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানালেন যে, শুধু রাজীব বন্দ্যোপাধ্যায় নন, তৃণমূলের বহু নেতা, বিধায়ক, সাংসদ বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। সময় মত সব পরিষ্কার হয়ে যাবে।

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের এই বক্তব্যের প্রত্যুত্তর করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এর উত্তরে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন যে, বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গী, শাসক দলের সঙ্গেই আছেন তিনি। তবে, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিস্ফোরক দাবিকে ঘিরে শোরগোল পরে গেছে রাজ্যর রাজনীতি মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!