এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একাধিক তৃণমূল নেতার অনুপস্থিতিতে আবারও শাসক শিবিরে বড়সড় ভাঙনের ইঙ্গিত? জল্পনা তুঙ্গে

একাধিক তৃণমূল নেতার অনুপস্থিতিতে আবারও শাসক শিবিরে বড়সড় ভাঙনের ইঙ্গিত? জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল শিবিরের সবথেকে বড় সমস্যা এই মুহূর্তে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মনে করা হচ্ছে। দেখা গেছে, গোষ্ঠীদ্বন্দ্বের হাত ধরেই অতীতে একের পর এক নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদরা ঘাসফুল শিবির ছেড়েছেন। এই ভাঙন তৃণমূলকে যে দুশ্চিন্তায় ফেলেছে সে ব্যাপারে একমত রাজনীতির কারবারিরা। ফাটল মেরামত করতে ইতিমধ্যে আসরে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ভোট কৌঁশলী প্রশান্ত কিশোর। কিন্তু তাতেও যে সব ঠিক আছে, তা বলা যাচ্ছেনা। কোথাও কোথাও ফাটল এখনো রয়ে গেছে।

আর তারই নিদর্শন পাওয়া গেছে সম্প্রতি। পুরুলিয়াতে এমন একটি ঘটনা ঘটল, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা। সম্প্রতি পুরুলিয়া জেলা পরিষদের বাজেট পেশ হয়। কিন্তু সেই একই দিনে একাধিক তৃণমূল নেতাকে অনুপস্থিত থাকতে দেখা যায়। যথারীতি এই ঘটনা তৃণমূল শিবিরের কপালে যে চিন্তার ভাঁজ যে আরও চওড়া করল, সে ব্যাপারে নিশ্চিত থাকা যায়। সূত্রের খবর, দলীয় কোন্দলের কারণে পুরুলিয়ার তৃণমূল শিবিরের বেশ কিছু নেতা জেলা পরিষদের বাজেটের অনুপস্থিত ছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে বলা হচ্ছে, তাঁদের দলে কোনো রকম দ্বন্দ্ব নেই। জানা যাচ্ছে, আগামী 17 তারিখ পুরুলিয়া জেলা তৃণমূল শিবিরে হবে একটি বড়সড় বৈঠক। আর তারপরেই জেলা পরিষদের বাজেট পেশ হবে। প্রসঙ্গত, এই ঘটনার আড়ালে অনেকেই শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণীকে বড় করে দেখছেন। পুরুলিয়ার বুকে শুভেন্দু অধিকারী সম্প্রতি সভা করে দাবি করেছেন, তৃণমূলের জেলা পরিষদের অধিগ্রহণ করবে গেরুয়া শিবির।

আর তারপরেই জেলা পরিষদের বাজেটে তৃণমূল নেতাদের অনুপস্থিতি যথারীতি জল্পনা বাড়িয়ে তুলেছে। তবে পুরুলিয়া জেলা পরিষদের যেসব তৃণমূল নেতারা অনুপস্থিত ছিলেন, তাঁরা জানিয়েছেন, দলীয় কাজে ব্যস্ত থাকার দরুণ সাধারণ সভায় উপস্থিত থাকতে পারেননি। যথারীতি এই ঘটনায় তৃণমূল শিবিরের অন্দরেও ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। খুব স্বাভাবিকভাবে ভোটের মুখে পুরুলিয়া অঞ্চলে যদি শাসক শিবিরে বড়োসড়ো ভাঙন হয় তা যে তৃণমূল শিবিরের জন্য মোটেই সুখকর নয় সেকথা একবাক্যে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!