এখন পড়ছেন
হোম > জাতীয় > একদিকে মুকুল রায় অন্যদিকে পিকের বুদ্ধি, জোড়া অস্রহাতে ত্রিপুরা জয়ের লক্ষে সেনাপতি অভিষেক

একদিকে মুকুল রায় অন্যদিকে পিকের বুদ্ধি, জোড়া অস্রহাতে ত্রিপুরা জয়ের লক্ষে সেনাপতি অভিষেক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলা যেতে পারে, আজ থেকেই ত্রিপুরা মিশন শুরু করতে চলেছেন তিনি। রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর ত্রিপুরা জয়ের লক্ষ্যমাত্রা তৃণমূলের। ইতিমধ্যেই সেকাজ শুরু করে দিয়েছেন তৃনমূলের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর। আইপ্যাক টিমের সদস্যদের নজরবন্দী করার প্রতিবাদে ও তাদের ছাড়িয়ে আনতে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দলের একাধিক হেভিওয়েট। আজ ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে মুকুল রায় অন্যদিকে পিকে দুজনের সঙ্গে পরামর্শ করে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা অভিষেকের।

তৃণমূল সূত্রের খবর, আজ দুপুর বারোটা বেজে ত্রিশ মিনিটে ত্রিপুরা পৌঁছে ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজোর পর আগরতলার হোটেলে সাংবাদিক সম্মেলনে যোগদান করবেন তিনি। আজ বেশ কিছু নেতৃত্ব তৃণমূলে যোগদান করবেন, এমন একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। আবার, আজ ত্রিপুরার একটি সভায় বক্তব্য রাখবেন তিনি। আজ সন্ধ্যার পর কলকাতায় ফিরে আসবেন তিনি। আবার ইতিমধ্যেই ত্রিপুরা পৌঁছে গিয়েছেন তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য ও যুব নেত্রী জয়া দত্ত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে মুকুল রায়ের অনুগামী বলে পরিচিত বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন যোগদান করতে পারেন তৃণমূলে। তিনি যদি তৃণমূলে যোগদান করেন, তবে বড়োসড়ো ভাঙ্গনের সম্ভাবনা আছে বিজেপিতে। তার ফলে রাতারাতি ফুলে ফেঁপে উঠবে তৃণমূল। ত্রিপুরার মাটিতে পা রেখেই সেকাজে ঝাঁপিয়ে পড়তে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, পরিকল্পনা এরমধ্যেই ঠিক করে ফেলেছেন পিকে। তার সঙ্গে মুকুল রায়ের ব্যাপক অভিজ্ঞতাকে পাথেয় করে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আবার, আইপ্যাকের ২৩ জন সদস্যদের আটকে রাখার কারণে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে কংগ্রেস ও সিপিএম শিবিরকেও। সেক্ষেত্রে একাধিক বিরোধী শিবির একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারে, এমন একটা সম্ভাবনা আছে। সমস্ত কিছু নিয়েই টানটান উত্তেজনা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরে। তবে, তাঁর ত্রিপুরা সফর সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, ভিত্তিপ্রস্তর হলেই যেমন বিল্ডিং হয় না, এ ক্ষেত্রেও তাই হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!