এখন পড়ছেন
হোম > জাতীয় > একদিকে রাজ্য, অন্যদিকে কেন্দ্র- দু জায়গায় জ্বালানীর মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করলেন তৃণমূল মন্ত্রী,সাংসদরা

একদিকে রাজ্য, অন্যদিকে কেন্দ্র- দু জায়গায় জ্বালানীর মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করলেন তৃণমূল মন্ত্রী,সাংসদরা

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে রীতিমত নাভিশ্বাস উঠেছে আমজনতার। আর সে কথাই বারবার বলে আসছেন তৃণমূল নেতা মন্ত্রীরা, কার্যত সারাদেশের মোদি সরকারের বিরোধীরা। আজকে এই নিয়ে আবারও মুখ খুললেন সোশ্যাল মিডিয়ায় রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।  শুরু হয়েছে কেন্দ্রের বাদল অধিবেশন। এবং প্রথম দিনই তৃণমূল সাংসদরা পেট্রো্‌ ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে নিজেদের প্রতিবাদ উল্লেখযোগ্য জায়গায় নিয়ে গেলেন। কার্যত পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকে তৃণমূল সাংসদরা বাদল অধিবেশনে পৌঁছেছেন সাইকেল চালিয়ে।

একদিকে সংসদে যখন বিজেপি সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে নামছেন তৃণমূল সাংসদরা, ঠিক একইভাবে এবার রাজ্যের তরফ থেকেও চাপ সৃষ্টি চলছে মোদী সরকারের ওপর। আজকে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র মোদি সরকারকে করলেন মূল্যবৃদ্ধি নিয়ে তুলোধোনা। এদিন অমিত মিত্র জানিয়েছেন, কেন্দ্রের মোদি সরকার তেল ও পেট্রোপণ্য থেকে 2020-21 সালে মোট 3.7 লক্ষ কোটি টাকা কর আদায় করেছে। একই সাথে তিনি মনে করিয়ে দিয়েছেন, গত দু’মাসের মধ্যে পেট্রোল এবং ডিজেলের দাম অন্তত 36 বার বেড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি গত 14 মাসে রান্নার গ্যাসের দাম 14 শতাংশ বৃদ্ধি পেয়েছে। একইসাথে গরিব মানুষেরা এখন আর রান্নার গ্যাসের ভর্তুকি পাননা যা অত্যন্ত অমানবিক বলে ব্যাখ্যা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী। অন্যদিকে সাইকেলে চেপে সংসদ ভবনে গিয়ে অভিনব প্রতিবাদ করলেন আজ রাজ্যের তৃণমূল সাংসদরা। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মোদি সরকারের সময়কালে যেভাবে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে, তারই প্রতিবাদে সাইকেল চালানোর সিদ্ধান্ত নেন তাঁরা।

অন্যদিকে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে যখন একতরফা রাজ্য সরকার কেন্দ্রের দিকে আঙুল তুলছে, তখন বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে রাজ্য সরকারকে পাল্টা পেট্রোল-ডিজেলের ওপর কর ছাড়ের কথা। আর তাই নিয়েই শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর। অন্যদিকে যেভাবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে কি রাজ্য সরকার পেট্রোল-ডিজেলের ওপর কর ছাড়ের ব্যাপারে মানবিক মুখ দেখাতে পারে? এই প্রশ্নই এখন উঠে আসছে সর্বাগ্রে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!