এখন পড়ছেন
হোম > অন্যান্য > একদা দিনে ১০০ টি সিগারেট খাওয়া শাহরুখ, এখন প্রায় ছুঁয়েই দেখেন না! কিভাবে ছাড়লেন ধূমপান?

একদা দিনে ১০০ টি সিগারেট খাওয়া শাহরুখ, এখন প্রায় ছুঁয়েই দেখেন না! কিভাবে ছাড়লেন ধূমপান?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ভারতীয় চলচ্চিত্র জগতের বাদশাহ শাহরুখ খান। তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তাঁর পছন্দ থেকে শুরু করে জামাকাপড়, খাওয়াদাওয়া সবই নজরে থাকে তাঁর অনুরাগীদের। আর যারা জানেন, তারা জানেন যে শাহরুখ খানের ধূমপানের কথা। ১৯৮৮ এ টেলি জগতে পা রাখা এই অভিনেতার দিনে ১০০ টি সিগারেট বাঁধা।

চেইন স্মোকার এই অভিনেতা সিগারেট খাওয়া নিয়ে বিতর্কেও জড়িয়েছেন অনেকবার। তবুও খাওয়া ছাড়েননি। যতবার বলা হয়েছে ওনার কথা ছিল নিশ্চয়ই ছেড়ে দেবেন। তবে সেটা আর করে উঠতে পারছিলেন না কোনোভাবেই।

বাইরে এখন করোনা সতর্কতায় সবাই গৃহবন্দি, আর সেই তালিকা থেকে বাদ যাননি কিং খানও। তবে বাড়ি বসে তিনি করেছেন ই বা কি? সেই প্রশ্নের উত্তরে আসে যে তাঁর সময় কেটেছে সমকালীন প্রকাশিত বিভিন্ন তাঁর না দেখা ছবি দেখ। তবে লাভ কি হলো? শুধুই কি বিনোদন? আজ্ঞে না। সেখানেই আছে চমক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শাহরুখের কথায় সিনেমাই তাঁকে ভুলিয়ে রেখেছিল এই নেশা থেকে। ফুসফুসে ধূমপানের যে কি ক্ষতিকর প্রভাব আমরা সকলেই ত জানি। তামাক সেবনে শরীরে তৈরি হয় ক্ষতিকর কার্বন মনোক্সাইড, যা শরীরে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়। ফলে ফুসফুস ও হার্টের অসুখের সঙ্গে হতে পারে নানা শারীরিক সমস্যা।

তাই দীর্ঘদিন ধরেই অভিনেতার অনুরাগীদের দাবি ছিলো যে তাদের জন্যে অভিনেতাকে ছাড়তে হবে ধূমপান, হতে হবে স্বাস্থ্য সচেতন। এবার সেই আশা পূর্ণ হওয়ায় খুশির হাওয়া দর্শক মহলে। তবে কতদিন বাদশাহ এই অভ্যাস ধরে রাখতে পারেন সেটাই দেখার

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!