এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > একদিনে আবার রেকর্ড সংখ্যক সংক্রমণ ও মৃত্যুর মিছিল পশ্চিমবঙ্গে

একদিনে আবার রেকর্ড সংখ্যক সংক্রমণ ও মৃত্যুর মিছিল পশ্চিমবঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে কিছুতেই লাগাম পড়ানো যাচ্ছেনা করোনা সংক্রমণকে। আংশিক লকডাউন জারি করার পরেও রাজ্যের একাধিক জেলায় করোনা সংক্রমণ তীব্র আকারে বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ। চলতি বছরে যা রেকর্ড। আবার, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনাতে প্রাণ হারিয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ১৭,৬৩৯ জন। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু ঘটেছে মোট ১০৭ জন মানুষের। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ১৬,৫৪৭ জন। গত ২৪ ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,৯১৪ জন, মৃত্যু ঘটেছে মোট ৩১ জনের। গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫৪ জন। মৃত্যু ঘটেছে মোট ৩৩ জনের

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত ২৪ ঘন্টায় দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৭৬ জন, হাওড়ায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৫৮ জন, হুগলিতে আক্রান্ত হয়েছেন ৯৫৩ জন, পশ্চিম বর্ধমানে করোনা আক্রান্ত হয়েছেন ৮৫০ জন। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিংয়ে করোনা আক্রান্ত হয়েছেন ৬১৩ জন, মালদহ জেলাতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯৫ জন, জলপাইগুড়ি জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬১ জন।

জলপাইগুড়ি জেলায় করোনা আক্রান্তের সংখ্যায় কিছুটা লাগাম পড়ানো সম্ভব হয়েছে বলে জানালেন জলপাইগুড়ি জেলা হাসপাতালের সুপার ডাক্তার গয়ারাম নস্কর। তিনি জানালেন, জলপাইগুড়ির কোভিড হাসপাতালের বেড সংখ্যা রয়েছে ৩৪৮ টি। সংক্রমণ অত্যন্ত বেড়ে যাওয়ায় বহু মানুষ ভর্তি হয়ে আসতেন প্রতিদিন। ফলে হাসপাতালের পরিষেবায় টান পড়ে গিয়েছিল। কিন্তু আংশিক লকডাউন জারির পর থেকে সংক্রমণ কিছুটা কমেছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ রাস্তায় কম বের হচ্ছেন বলে, সংক্রমণ কিছুটা কমেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!