এখন পড়ছেন
হোম > অন্যান্য > একে করোনা,দোসর ব্ল্যাক ফাঙ্গাস,চিন্তা বাড়িয়ে এবার হাজির হোয়াইট ফাঙ্গাস! থাকুন সাবধানে

একে করোনা,দোসর ব্ল্যাক ফাঙ্গাস,চিন্তা বাড়িয়ে এবার হাজির হোয়াইট ফাঙ্গাস! থাকুন সাবধানে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথায় বলে বিপদ কখনও একা আসে না। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে চোখ রাঙাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে ৯০ জন মানুষের মৃত্যু হয়েছে। রাজস্থানের বহু মানুষ আক্রান্ত হয়েছেন ব্ল্যাক ফাঙ্গাসে। পশ্চিমবঙ্গে পর্যন্ত সংক্রমণ দেখা দিচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের। আর এবার ব্ল্যাক ফাঙ্গাসের সঙ্গে সঙ্গে সংক্রমণ ছড়াতে শুরু করেছে হোয়াইট ফাঙ্গাসের। সম্প্রতি প্রতিবেশী রাজ্য বিহারের বেশকিছু মানুষ ইতিমধ্যে শিকার হয়েছেন হোয়াইট ফাঙ্গাসের।

চিকিৎসক ও বিশেষজ্ঞদের আশঙ্কা ব্ল্যাক ফাঙ্গাসের তুলনায় হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। হোয়াইট ফাঙ্গাস অনেক বেশী বিপদজনক ও সংক্রামক। এর সংক্রমণ ঘটলে মৃত্যুর তীব্র আশঙ্কা রয়েছে। হোয়াইট ফাঙ্গাস নিয়ে এখনও বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা করছেন। হোয়াইট ফাঙ্গাস সম্পর্কে সমস্ত তথ্য আনতে, একে সঠিকভাবে চিনতে বিজ্ঞানীদের আরও কিছুটা সময় চলে যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি বিহারের মোট চারজন মানুষের শরীরে হোয়াইট ফাঙ্গাস পাওয়া গেছে। এই চারজনের শরীরে করোনার উপসর্গ থাকলেও, এদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বিজ্ঞানীর আশঙ্কা করছেন যে, গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য যথেষ্টভাবে বিপদজনক হোয়াইট ফাঙ্গাস। খুব অল্প সময়ের মধ্যে তীব্রভাবে ছড়িয়ে পড়তে পারে এই হোয়াইট ফাঙ্গাস।

সাধারণত, ব্ল্যাক ফাঙ্গাস মুখ বা তার আশপাশে সংক্রমণ ঘটায়, কিন্তু হোয়াইট ফাঙ্গাস মুখ ছাড়াও অন্যান্য অঙ্গে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। খুব তাড়াতাড়ি তা ফুসফুস, যকৃত, যৌনাঙ্গে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। চিকিৎসকরা জানিয়েছেন, হোয়াইট ফাঙ্গাস শরীরের বিভিন্ন স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে ও বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতাকে নষ্ট করে দিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তবে, হোয়াইট ফাঙ্গাসের মৃত্যুহার নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য জানান নি বিজ্ঞানীরা। বিষয়টি নিয়ে বিজ্ঞানীদের গবেষণা চলছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!