এখন পড়ছেন
হোম > অন্যান্য > একে করোনায় রক্ষে নেই, এবার দোসর ডেঙ্গু! জোড়া ফলায় ঘুম উড়তে চলেছে বাংলায়? বাড়ছে জল্পনা

একে করোনায় রক্ষে নেই, এবার দোসর ডেঙ্গু! জোড়া ফলায় ঘুম উড়তে চলেছে বাংলায়? বাড়ছে জল্পনা


রাজ্যজুড়ে করোনার বাড়বাড়ন্ত যেভাবে দিনের পর দিন বেড়েই চলেছে, তা নিয়ে রীতিমত আতঙ্কের প্রহর গুনছে রাজ্যবাসী। অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য মহলের কপালে ভাঁজ ফেলেছে আরোও একটি ব্যাপার। এবার করোনার সঙ্গে দোসর হয়ে অন্য একটি রোগ দেখা দিচ্ছে রাজ্যে, আর সেটি হলো বরাবরের মতন ডেঙ্গি। একে করোনা তার ওপর যদি ডেঙ্গির প্রকোপ বাড়ে, তাহলে রাজ্যজুড়ে দুর্দশার আর শেষ থাকবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে অনেকেই করো না এবং ডেঙ্গি উপসর্গ একসাথে নিয়েই হাজির হচ্ছেন হাসপাতলে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, এখনো পর্যন্ত রাজ্যজুড়ে 573 জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। গত বছর এই সংখ্যা ছিল 682। অন্যদিকে কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, কলকাতাতেই ইতিমধ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 90 এর ঘর ছাড়িয়ে গিয়েছে। এমনকি করোনার সঙ্গে ডেঙ্গি জুটি বেঁধে আসায় ইতিমধ্যে দুজন এখনও পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। যদিও তার মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। কিন্তু আরও একজন অসুস্থ হয়ে হাসপাতালে। অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুর পর তার রিপোর্টে ডেঙ্গি পাওয়া গিয়েছে বলে খবর।

তবে বিশেষজ্ঞদের মতে, বিশ্বের যেসব দেশে ডেঙ্গি মারাত্মক আকার ধারণ করে সেখানে মানবদেহে দুটি ভাইরাসের সহাবস্থানের পরিণাম কি হতে পারে সেটাই এখন আলোচ্য বিষয়। যেমন ব্রাজিল এবং সিঙ্গাপুরে অনেকেরই ডেঙ্গি এবং করোনা একসাথে হয়েছে। এই অবস্থায় কলকাতা মেডিকেল কলেজের মেডিসিন এর চিকিৎসক অরুণাংশু তালুকদার জানিয়েছেন, দুটি ভাইরাস দু’রকমের গোত্রের। ডেঙ্গি হচ্ছে আর্বো ভাইরাস আর করোনা হচ্ছে সার্স শ্রেণীর ভাইরাস। তবে শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাহলে যে কোন ভাইরাসের অ্যাটাক হবে একথা বলাই বাহুল্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ ব্যাপারে চিকিৎসক জানিয়েছেন, ডেঙ্গির ভাইরাস মূলত রক্তনালীর পর্দাকে নষ্ট করে দেয়, যার ফলে রক্তের জলীয় পদার্থ রক্তনালী থেকে বেরিয়ে শরীরের অন্যত্র চলে যায় এবং রক্তচাপ কমে গিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। করোনা ভাইরাস মূলত শ্বাসনালী আক্রমণ করে। তবে শরীরের অন‍্যত্রও এই করোনা ভাইরাস আক্রমণ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এবং চিকিৎসকরা। আর জি কর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক জানিয়েছেন, সাধারণত করোনা ভাইরাস শ্বাসনালীর পথ ধরে এগিয়ে ফুসফুসে প্রবেশ করে এবং সেখানে বংশ বিস্তার ঘটায়।

তার ফলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। অন্যদিকে ডেঙ্গি দেহের প্রতিটি কোষকে আক্রমণ করতে পারে এবং সেই আক্রমণের জেরে রক্তনালীর ছিদ্র বেড়ে যায় এবং শরীরের ভেতরের জলীয় পদার্থ বাইরে বেরিয়ে এলে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যাবার সম্ভাবনা তৈরি হয়। অন্যদিকে ডেঙ্গুর ভাইরাস আবার যদি অস্থিমজ্জায় আঘাত করে তাহলে প্লেটলেট কমে যায় এবং তখনই হেমারেজিক শকের শিকার হন ডেঙ্গু আক্রান্ত মানুষ। তবে উপরোক্ত দুই চিকিৎসকদের একটাই কথা, ডেঙ্গি এবং ম্যালেরিয়া সহবস্থান হলে কি হয় সেটা অভিজ্ঞতা আছে, কিন্তু এভাবে করোনা ও ডেঙ্গু একসাথে হলে কি প্রভাব ফেলবে মানব শরীরে, সেরকম কোন বাস্তব অভিজ্ঞতা এখনো পর্যন্ত হয়নি।

এই পরিস্থিতিতে ডেঙ্গি নিয়ন্ত্রণ করাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, অনেকেই ডেঙ্গি হওয়া সত্ত্বেও করোনার কারণে হাসপাতালে টেস্ট করাতে যাচ্ছেন না। আপাতত রাজ্যজুড়ে করোনা এবং ডেঙ্গির জোড়া আঘাতে পরিস্থিতি যে ক্রমশ ভয়াবহ হচ্ছে, সে কথা মুখে না বললেও অনেকেই স্বীকার করে নিচ্ছেন ঠারেঠোরে। একেই করোনা পরিস্থিতি কাবু করে দিয়েছে রাজ্যকে পাল্টা ডেঙ্গি পরিস্থিতি যেভাবে দিনদিন আরও জটিল হচ্ছে, তাতে বিপর্যয় যে এবার দ্বিমুখী আক্রমণ শুরু করতে চলেছে রাজ্যে, সে ব্যাপারে প্রায় একমত স্বাস্থ্য মহল এবং রাজ্যের প্রশাসক। এই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসন কিভাবে ব্যাপারটি সামলে চলতে পারে সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!