এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একেবারে বাড়ির সামনেই তৃণমূল কর্মীকে প্রবল মারধর ও হত্যা, পুলিশের জালে বিজেপি নেতা

একেবারে বাড়ির সামনেই তৃণমূল কর্মীকে প্রবল মারধর ও হত্যা, পুলিশের জালে বিজেপি নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একেবারে বাড়ির সামনেই তৃণমূল কর্মীকে প্রবল মারধর ও হত্যার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বাঁকুড়া জেলার তালড্যাংরায় এই ঘটনা ঘটেছে। তালড্যাংরায় তৃণমূল কর্মী বলে পরিচিত বিপ্লব রায়কে তাঁর বাড়ির সামনেই প্রবল মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপি নেতা বিশ্বজিৎ চক্রবর্তীর নেতৃত্বে তাঁর ওপরে এই প্রাণঘাতী হামলা হয়েছে বলে, অভিযোগ উঠেছে তৃণমূল ও তাঁর পরিবারবর্গের পক্ষ থেকে।

গত শনিবার রাত দশটার সময় নিজের বাড়ির সামনেই রাস্তার ধারে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন বিপ্লব রায়। অভিযোগ ওঠে, এই সময়ে বেশ কিছু ব্যক্তি লাঠি নিয়ে তার ওপরে আক্রমণ চালায়। প্রচণ্ড মারধর করা হয় তাকে। প্রবল মারধরে গুরুতর আহত হয়ে পড়েন তিনি। আহত অবস্থায় পথের ধারে তিনি লুটিয়ে পড়েন। তারপর তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনার জন্য সরাসরি বিজেপিকে অভিযুক্ত করেছে তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বিজেপি নেতা বিশ্বজিৎ চক্রবর্তীর নির্দেশেই এই হামলা চলেছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারাই তিনি এই কাজ করিয়েছেন। এই এলাকায় বারবার তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ চলছে। মৃতের পরিবারবর্গের পক্ষ থেকেও অভিযুক্ত করা হয়েছে বিজেপিকে। তাঁদের অভিযোগ, বিজেপি নেতা বিশ্বজিৎ চক্রবর্তীর নেতৃত্বেই এভাবে হত্যা করা হয়েছে তাকে।

তবে, তৃণমূলের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নামে পুলিশ। বিজেপি নেতা সহ চারজন্ সন্দেহভাজনকে পুলিশ আটক করেছে। এরপর এই ৪ জনকে জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে পুলিশ। এই ঘটনার পর এলাকায় টহল দেয় বিরাট পুলিশ বাহিনী। ঘটনার পর এক দিন কেটে গেলেও এখনো এলাকাজুড়ে রয়েছে আতঙ্কের পরিবেশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!