এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একেবারে ভোরবেলায় প্রবল ভাঙচুর তৃণমূলের পার্টি অফিসে, অভিযোগের অঙ্গুলি বিজেপির থেকে

একেবারে ভোরবেলায় প্রবল ভাঙচুর তৃণমূলের পার্টি অফিসে, অভিযোগের অঙ্গুলি বিজেপির থেকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ, একেবারে ভোরবেলায় ব্যাপক ভাঙচুর চালানো হল তৃণমূলের এক পার্টি অফিসে। আজ ভোরবেলায় বসিরহাটের হাসনাবাদ থানার ভবানীপুর ১ গ্রাম পঞ্চায়েতের মুক্তারচকে তৃণমূলের পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে, অভিযোগ উঠেছে। এই ঘটনায় তৃণমূল সরাসরি অভিযোগ করেছে বিজেপি দিকে। তবে, বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপি কোনোভাবেই জড়িত নয়। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে এই ঘটনা ঘটেছে। ঘটনায় এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এখনো এলাকায় পুলিশের টহলদারি চলছে।

আজ ভোরবেলা হাসনাবাদ মহকুমার ভবানীপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মুক্তারচকে তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চলে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড করেছে। যাদের মধ্যে লালটু, সনজিৎ, নিশি নামের বেশকিছু স্থানীয়দের নাম জড়িয়েছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ, সম্পূর্ণ পরিকল্পনা করে ভাঙচুর করা হয়েছে তৃণমূলের পার্টি অফিসে। দুষ্কৃতীদের বাধা দিতে গেলে বেশ কিছু তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে বলেও, অভিযোগ উঠেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একেবারে ভোর বেলাতে এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশে ছড়িয়ে পড়ে। দ্রুত পুলিশকে খবর দেয়া হয়। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী। এলাকাকে শান্ত রাখতে এখনো এলাকায় টহল দিচ্ছে পুলিশ। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় দায়ী করা হয়েছে বিজেপিকে। এ প্রসঙ্গে এলাকার তৃণমূল সভাপতি হিমাংশু মণ্ডল জানিয়েছেন যে, বিধানসভা নির্বাচনে এই বুথ থেকে তৃণমূল ১২৬ টি ভোট হয়েছিল, কিন্তু বিজেপি ৫৯০ টি ভোট পেয়েছিল। কিন্তু নির্বাচনের ফলাফলের পর দ্রুত বিজেপির সমর্থকরা তৃণমূলে আসার চেষ্টা করছেন।

তাঁরা এর প্রতিবাদ জানিয়েছিলেন। তাই পরিকল্পনা করে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে। জেলা তৃণমূল নেতৃত্বের কাছে এ বিষয় সম্পর্কে তাঁরা জানিয়েছেন। তৃণমূলের অভিযোগ, এই ঘটনার সঙ্গে বিজেপির দাপুটে নেতারাও জড়িত আছেন। তবে, তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই তাদের পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে। এর সঙ্গে বিজেপি কোনভাবেই যুক্ত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!