এখন পড়ছেন
হোম > জাতীয় > একেবারে তাক লাগিয়ে দিয়ে, এবার বাতানুকূল পিপিই কিট তৈরি করলেন এক কলেজ ছাত্র

একেবারে তাক লাগিয়ে দিয়ে, এবার বাতানুকূল পিপিই কিট তৈরি করলেন এক কলেজ ছাত্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পিপিই কিট পরিধান করতে হয়। করোনা আক্রান্তদের সেবা করতে গেলে পিপিই কিট পরিধান না করে উপায় নেই। সংক্রমণ থেকে রক্ষা পেতে গেলে যা অত্যন্ত আবশ্যক। কিন্তু পিপিই কিট পরে দীর্ঘ সময় ধরে কাজ করাও যথেষ্ট কষ্ট সাধ্য।

গরমের দিনে পিপিই কিট দীর্ঘসময় ধরে পরে থাকা অত্যন্ত কষ্টদায়ক। সারা শরীর ঢাকা থাকার কারণে বাতাস চলাচল করতে পারে না, প্রচন্ড ঘাম হতে থাকে। এবার এই সমস্যার সমাধান করতে বিশেষ উদ্যোগ নিলেন মুম্বাইয়ের এক কলেজছাত্র। নিজের চেষ্টায় এই ছাত্র বানিয়েছেন বাতানুকূল পিপিই কিট। যে পিপিই কিট পরলে গরমের দিনেও কোন কষ্ট হয়না। বরং শরীর ঠান্ডা থাকে।

মুম্বাইয়ের কে জে সোমাইয়া ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র হলেন নিহাল সিং । তিনি একটি ডিভাইস বানিয়েছেন, যা ব্যবহার করলে শরীর ঠান্ডা থাকে। এ কাজে তাঁরা বাবা ও দুই বন্ধু তাকে উৎসাহ দিয়েছিলেন ও সহযোগিতা করেছিলেন। ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র নিহাল সিংয়ের মা পেশায় একজন চিকিৎসক। বহু করোনা আক্রান্তের তিনি চিকিতসা করছেন। এজন্য দিনের অধিকাংশ সময় তাঁকে পিপিই কিট পরিধান করতে হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পিপিই কিট পরিধান করতে মায়ের খুব কষ্ট হচ্ছে বুঝতে পেরে, তিনি বাতানুকূল পিপিই কিটের বিষয়ে চিন্তা ভাবনা করেছিলেন। প্রায় এক বছর ধরে তার কলেজের পক্ষ থেকেও এই ধরনের পিপিই কিট তৈরির বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। অবশেষে তিনি কাজে সফল হলেন। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র হলেন নিহাল সিং।

নিজের বিদ্যাকে কাজে লাগিয়ে পিপিই কিট পরেও শরীর ঠান্ডা রাখতে তিনি একটি নতুন ডিভাইস তৈরি করেছেন। যা পিপিই কিটের মধ্যে থেকেও শরীরকে ঠাণ্ডা রাখবে। এই ডিভাইসে রয়েছে একটি ব্যাটারি ও একটি ফ্যান। একবার চার্জ দেবার পর, যা প্রায় চার ঘণ্টা কর্মক্ষম থাকে। এখানে একটি ফিল্টার ব্যবহার করা হয়েছে। বাইরের দূষিত বায়ু পরিশ্রুত হয়ে ভেতরে প্রবেশ করে ও পিপিই কিটের ভেতরের গরম বায়ু বাইরে বেরিয়ে যায়।

এভাবে বাতানুকূল পিপিই কিট তৈরি করে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন কে জে সোমাইয়া ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র নিহাল সিং। এই ডিভাইস চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য করোনা যোদ্ধাদের বিশেষ কাজে লাগবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!