এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একেবারে উলটপুরান, তৃণমূলের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

একেবারে উলটপুরান, তৃণমূলের পঞ্চায়েতের দখল নিল বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই বিজেপিতে চলছে ক্রমাগত ভাঙ্গনের পালা। বিজেপির একের পর এক পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে শুরু করেছেন। এর ফলে বহু পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বিজেপির। একের পর এক পঞ্চায়েতে অনাস্থা ডেকে তার দখল নিয়েছে তৃণমূল। কিন্তু এবার একদম বিপরীত চিত্র দেখা গেল। মালদহ জেলার রতুয়া ২ ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাত থেকে চলে গেল বিজেপির হাতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মালদহ জেলার রতুয়া ২ ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েত এতদিন তৃণমূলের দখলেই ছিল। তবে, সম্প্রতি তৃণমূলের বেশকিছু পঞ্চায়েত সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন, এরপর তাঁরা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন। এরপর চলে ভোটাভুটি। ভোটাভুটির পর প্রধান নির্বাচিত হন বিজেপির জনৈক সদস্য। আর এই পঞ্চায়েত হাতছাড়া হয়ে যায় তৃণমূলের। এই ঘটনায় যথেষ্ট উজ্জীবিত গেরুয়া শিবির। এই ঘটনাকে তৃণমূলের অন্তিম যাত্রা বলে কটাক্ষ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তবে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগে নিজের দলের বিধায়কদের সামলে রাখুক বিজেপি।

এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, যেভাবে একতরফাভাবে একের পর এক পঞ্চায়েত হাতছাড়া হচ্ছিল বিজেপির। সেখানে মালদহের দেবীপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাত থেকে বিজেপির দখলে যাওয়া উল্টো স্রোত বলা চলে। আর এই ঘটনা যথেষ্ট উজ্জীবিত করেছে বিজেপি শিবিরকে। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!