এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একের পর এক বিধায়ক করোনা আক্রান্ত, বাড়ছে উদ্বেগ শাসকমহলে!

একের পর এক বিধায়ক করোনা আক্রান্ত, বাড়ছে উদ্বেগ শাসকমহলে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে করোনা পরিস্থিতি এই মুহূর্তে চরম আতঙ্ক ছড়াচ্ছে। প্রায় প্রতিদিন রেকর্ডহারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। অবস্থা সামাল দিতে নতুন করে রাজ্য সরকার কনটেইনমেন্ট জোনগুলিতে আবার লকডাউন শুরু করেছে। কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতি এই মুহূর্তে যে নিয়ন্ত্রণের বাইরে সে কথা এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে শাসকদলের চিন্তা বাড়াচ্ছে আবার অন্য খবর। করোনা এবার রাজনৈতিক অলিন্দেও হানা দিয়েছে।

একের পর এক শাসকদলের মন্ত্রী থেকে কর্মী করোনা আক্রান্ত হচ্ছেন আর এবার দুশ্চিন্তা বাড়িয়ে করোনায় আক্রান্ত হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক মহম্মদ আখতারুজ্জমান। সূত্রের খবর, রবিবার থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন বিধায়ক আখতারুজ্জমান। করোনার সমস্ত লক্ষণ ফুটে উঠেছিল তার শরীরে। তিনি সমস্ত ধরনের জ্বরের পরীক্ষা করান। সমস্ত রিপোর্ট নেগেটিভ আসার পর সেল্ফ আইসোলেশনে চলে যান তিনি।

এবং বৃহস্পতিবার করোনার রিপোর্টটি আসলে দেখা যায় তিনি করোনা পজিটিভ। এই অবস্থায় বিধায়ককে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছে। অন্যদিকে বিধায়কের স্ত্রী এবং সন্তানদেরও করোনা টেস্ট হবে বলে জানা গেছে। বিধায়কের সঙ্গে তাঁরাও এই মুহূর্তে কলকাতায়। এর আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন শাসকদলের একাধিক বিধায়ক। যাদের মধ্যে ইতিমধ্যেই করোনার হাতে প্রাণ গিয়েছে ফলতার বিধায়ক তমোনাশ ঘোষের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে শাসকদলের বিধায়ক সুজিত বোস থেকে শুরু করে নির্মল ঘোষ পর্যন্ত অনেকেই করোনার শিকার হয়েছিলেন। অন্যদিকে বিরোধী দলেও করোনা হানা দিচ্ছে প্রবলভাবে। ইতিমধ্যে বিজেপির একাধিক জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। সম্প্রতি মালদার বৈষ্ণবনগর বিজেপি বিধায়ক স্বাধীন বিশ্বাসও করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। তবে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ইতিমধ্যেই করোনাকে হার মানিয়ে বাড়ি ফিরে এসেছেন।

বর্তমানে যেভাবে রাজ্যজুড়ে করোনার বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে, তা নিয়ে এবার শুরু হয়েছে প্রবল বিতর্ক। অন্যদিকে বিশেষজ্ঞদের দাবি, আনলক ওয়ান পর্বেই মাত্রাছাড়া হারে করোনা ফিরে আসতে শুরু করেছে রাজ্যে। এই অবস্থায় রাজ্যের বেশ কিছু জেলা ইতিমধ্যে সংক্রমণের তালিকায় শীর্ষে অবস্থান করছে বলে খবর। এদিকে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার এই মুহূর্তে কি পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!