এখন পড়ছেন
হোম > অন্যান্য > একের পর এক ধাক্কা খেয়ে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিল বিসিসিআই? কি আছে আইপিএলের ভাগ্যে?

একের পর এক ধাক্কা খেয়ে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিল বিসিসিআই? কি আছে আইপিএলের ভাগ্যে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে খেলা আয়োজন নিয়ে প্রথম থেকেই কথা উঠেছিল। এই পরিস্থিতিতে কোনভাবেই খেলা আয়োজন করা সম্ভব না বলেই মনে করেছিলেন সকলে। তবে বিসিসিআই হাল ছাড়েনি। অনেকটা রিস্ক নিয়েও তারা গেমিং স্পিরিটেই এগিয়ে গিয়েছিল করোনার সঙ্গে লড়াইয়ে। যেখানে হয়ত যুদ্ধের ডায়লগের মতোই শোনা গেছিল বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনীর মত কথা।

তবে এই যুদ্ধ কিন্তু কোনোভাবেই সহজ হচ্ছে না বিসিসিআইয়ের জন্যে। প্রথমে বাধ সাধে খেলার আয়োজনের ব্যবস্থা। এক গুচ্ছ নতুন করোনা সতর্কতার নিয়মের সঙ্গে, কোথায় হবে খেলা কি নিয়ে হবে, সেই সব সমস্যা সামলে ক্রিকেট দল পৌঁছায় আরবে। সেখানে গিয়ে নতুন চেকিং পরিষেবায় নাজেহাল হন আবুধাবিতে থাকা দলগুলি। ফলে সেই সমস্যাও মেটাতে হয় ক্লাব কর্তাদের। এরপরই আসে নতুন চ্যালেঞ্জ, যখন চেন্নাইয়ের দলের সঙ্গে করোনা সংযোগের খবর আসে। ফলে ক্রীড়াসূচি তৈরি থাকলেও তার সামনে আনা যায়নি। বরঞ্চ বেশকিছু আইনি জটিলতার মুখে পড়তে হয় তাদেরকে।

সাধারণত গোটা টুর্নামেন্টের ক্রীড়াসূচি অনেক আগেই প্রকাশ করা হয়। কিন্তু এবার করোনার কারণেই শেষ মুহূর্ত পর্যন্ত বোর্ড অপেক্ষা করতে চাইছিল। বিপরীত পরিস্থিতির কথা ভেবেই বিসিসিআই এমনভাবে সূচি তৈরি করেছে যাতে ভবিষ্যতে আবার কোনও সমস্যা সৃষ্টি হলে যেন সেই কারণে কোনও ম্যাচ পিছিয়ে দেওয়া যায়, বা একমাঠ থেকে অন্য মাঠে সরিয়ে দেওয়া যেতে কোনো সমস্যা না হয়। তাই সব দলের ম্যাচ একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানেই রাখার চেষ্টাও করছিল বোর্ড। সেই সূচি নিয়ে আমিরশাহীর সঙ্গে কথা বলে লেখা প্রস্তুত করা সত্বেও এখনও পর্যন্ত কিছু ঘোষণা করা যায়নি। বোর্ড ঠিক করেছে, সব জটিলতা কাটলে তা ঘোষণা করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এক সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, চেন্নাইয়ের ১৩ জন করোনা আক্রান্তের পর আর কারও করোনা ধরা পড়েনি। তাই আর বেশি সময় নষ্ট না করে যে কোনও সময় চূড়ান্ত ক্রীড়াসূচি ঘোষণা করে দেওয়ার কথাই নাকি ভাবছে বোর্ড। অন্যদিকে টুর্নামেন্টেরও যেহেতু আর বেশিদিন বাকি নেই সেজন্য ইতিমধ্যেই নাকি আমিরশাহীর সরকারের যে অনুমতি নিয়ে ফেলেছেন এমিরেটস ক্রিকেট বোর্ডের আধিকারিকরা।

আবু ধাবির নিয়ম অনুযায়ী, চেন্নাইয়ের গোটা দলটারই ১৪ দিনের কোয়ারেন্টাইনে যাওয়ার কথা। তবে সেটা হলে আবার চেন্নাইকে প্রস্তুতির জন্য বাড়তি সময় দিতে হত। ফলে আইপিএলের সূচির যে খসড়া তৈরি হয়েছিল, তা পুরো বদলে ফেলতে হত। তবে পুরো আইপিএল খেলার কথা ভেবে সেই নিয়ম শিথিল করতে রাজি হয়েছে আবু ধাবির প্রশাসন। আর তাই ক্রিকেটারদের আর ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তাঁরা শীঘ্রই অনুশীলনে নামতে পারবেন বলে জানা গেছে। তাই সব ঠিক থাকলে তাই খুব শীগ্রই এই ক্রীড়াসূচি ঘোষিত হতে পারে বলেই অনুমান করা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!