এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একের পর এক জেলায় জল মাপছে অনুগামীরা! চাপ বাড়তেই কি মমতা শুভেন্দুর ছবি সাটালো তৃণমূল?

একের পর এক জেলায় জল মাপছে অনুগামীরা! চাপ বাড়তেই কি মমতা শুভেন্দুর ছবি সাটালো তৃণমূল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের জেলায় জেলায় শুভেন্দু অধিকারীর ছবি সহ ব্যানার-পোস্টার চোখে পড়ছে। দক্ষিণ থেকে উত্তরে জেলায় জেলায় ছেয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীর পোস্টার। সম্প্রতি উত্তরবঙ্গের মালদহ, আলিপুরদুয়ার, শিলিগুড়িতে দেখা গেল শুভেন্দু অধিকারির ছবি দেওয়া পোস্টার। অন্যদিকে দক্ষিণবঙ্গের নদীয়া, দুর্গাপুর, মুর্শিদাবাদেও দেখা গেলো শুভেন্দু অধিকারীর পোস্টার। তবে এর মধ্যে নন্দীগ্রামে দেখা গেল শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার। যাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হলো। নতুন করে জল্পনা বাড়লো। অনেকে মনে করছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের সম্পর্ক এবার স্বাভাবিক হতে চলেছে। তবে, অনেকেই মনে করছেন, চাপে পরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ব্যানার টাঙিয়েছে তৃণমূল।

গতকাল নদীয়া জেলার চাকদা, কৃষ্ণনগর সহ একাধিক স্থানে শুভেন্দু অধিকারী ছবি দেওয়া পোস্টার পাওয়া গিয়েছিল। যে পোস্টরের নিচে লেখা ছিল, ” আমরা দাদার অনুগামী “। সম্প্রতি শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পাওয়া গেছে আলিপুরদুয়ার জেলায়। আলিপুরদুয়ার শহরের নানাস্থানে শুভেন্দু অধিকারী ছবি দাওয়া পোস্টার দেখা গেল। যেখানে শুভেন্দু অধিকারী ছবির নিচে লেখা আছে ” দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি।” তার নিচে লেখা আছে, ” আমরা দাদার অনুগামী ”

মালদহ জেলার বিভিন্ন স্থানে পাওয়া গেছে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার। যারা এতকাল মনে করতেন পূর্ব মেদিনীপুর জেলা ছাড়া অন্য জেলায় শুভেন্দু অধিকারী তেমন কোন প্রভাব নেই। তাদের ধারণা সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হয়েছে। সম্প্রতি দলের বিভিন্ন অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী নিজেকে দূরে রেখেছেন। পরিবর্তে দলহীন জনসংযোগ করতে দেখা যাচ্ছে তাকে। দলের নাম, প্রতীক, মুখ্যমন্ত্রীর ছবি না দিয়ে একাধিক কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে তাঁকে। সেই সঙ্গে তার অনুগামীরা জেলায় জেলায় পোস্টার-ব্যানার ছেয়ে দিচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে মনে করেছেন যে, দলের প্রতি বিক্ষুব্ধ শুভেন্দু অধিকারী দল ত্যাগ করতে পারেন। তিনি বিজেপিতে চলে যেতে পারেন। অনেকে ধারণা করছেন বিধানসভা নির্বাচনের ঠিক পূর্বে দলকে একটা বড়সড় ধাক্কা দিতেই জেলায় জেলায় নিজের ক্ষমতাকে পরখ করে দেখছেন শুভেন্দু অধিকারী। তাই, অনেকে মনে করছেন, মূলত চাপে পরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি দাওয়া ব্যানার পাওয়া গেল নন্দীগ্রামে। ” ১০ নভেম্বর নন্দীগ্রামের গোকুলনগর চলো।”এরকম পোস্টার দেখতে পাওয়া গেল নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বেশ কিছু অঞ্চলে। এই সমস্ত পোস্টার বা ব্যানারে শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পাওয়া গেল।

যা দেখে জেলা তৃণমূল নেতৃত্তের একাংশের দাবি, বেশ কিছুদিন ধরে চলা শুভেন্দু অধিকারীর দলের প্রতি অভিমান এবারে শেষ হতে চলেছে। আবার দলের কাজে ঝাঁপিয়ে পড়তে চলেছেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন বিধানসভা ভোটে জয়লাভ করতে চলেছে তৃণমূল। তবে দলের অনেকের মতে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ছবি থাকলেই যে সমস্যার সমাধান হয়ে গেছে। তা ভাবা উচিত নয়। এ প্রসঙ্গে এক স্থানীয় তৃণমূল নেতা জানালেন যে, দলের কোন উৎসাহী কর্মী শুভেন্দু অধিকারী সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ব্যানারটা ঝুলিয়েছেন।

কারন বেশ কিছুদিন ধরেই শুভেন্দু অধিকারী ছবি দেওয়া ব্যানারের নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ব্যানার দেখা যাচ্ছে। যেখানে লেখা থাকছে, “নেতা নয় কর্মীরাই সব ” এই দুই পোস্টার থেকেই বোঝা যাচ্ছে তৃণমূল দলের তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। শুভেন্দু অধিকারী কোন অনুষ্ঠানে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছুই বলেননি। মুখ্যমন্ত্রীও তাঁর নাম নেন নি। অনেকের ধারণা, বিজেপিতে চলে যেতে পারেন শুভেন্দু অধিকারী। তাঁকে নিয়ে প্রবল চাপের ফলেই শুভেন্দু অধিকারীর ও মুখ্যমন্ত্রী ছবি টাঙানো হয়েছে। তবে এ বিষয়টি তৃণমূলের কোন নেতাই কোন বিবৃতি প্রকাশ করেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!