এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > একের পর এক জেলায় ছড়িয়ে পড়ছে ”আমরা দাদার অনুগামী ” পোস্টার। ২০২১ এর আগে কি জল মাপছেন শুভেন্দু !

একের পর এক জেলায় ছড়িয়ে পড়ছে ”আমরা দাদার অনুগামী ” পোস্টার। ২০২১ এর আগে কি জল মাপছেন শুভেন্দু !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী! একসময়ের শাসক দলের এই দাপুটে যোদ্ধার নামটি এখন যেন দলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলে থাকেন, দলের কাছে তাঁর যে ন্যায্য পাওনা ছিল, দল তাঁকে তা দেয়নি। যাকে ঘিরে দলের অভাবনীয় উত্থান, তাকেই দলে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে। তাঁর অনুগামীদের মুখে শোনা যায় যে, শুভেন্দু অধিকারী তাঁর যোগ্য সম্মান পাননি। তাঁকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে দলে। অভিযোগ উঠেছে, দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাপট বাড়াতেই একটু একটু করে গুরুত্বহীন করে দেয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। এ কারণে দলের সঙ্গে সম্পর্কও বেশ অনেকটা গুটিয়ে নিয়েছেন শুভেন্দু অধিকারী।

দলের অনুষ্ঠানে বিশেষ একটা উপস্থিত হন না তিনি। পরিবর্তে তাঁকে দেখা যাচ্ছে দলহীন জনসংযোগ চালাতে। সেখানে দলের নাম, দলের পতাকা, মুখ্যমন্ত্রীর ছবি কোনটিই দেখা যাচ্ছে না। অনেকেই বলে থাকেন যে, শুভেন্দু অধিকারী হয়তো এবারে দল ছাড়তে চলেছেন। তিনি বিজেপিতে যুক্ত হতে পারেন, বা নিজে কোনো নতুন দল তৈরি করতে পারেন। এদিকে অধিক জনপ্রিয়তার কারণে তাঁর অনুগামীদের সংখ্যাও বিরাট। অনেকেই মনে করছেন, এবার কি তাহলে দলের অনুগামীদের নিয়ে জল মাপতে শুরু করেছে শুভেন্দু অধিকারী? এদিকে জেলায় জেলায় পাওয়া যাচ্ছে তাঁর অনুগামীদের উপস্থিতি। যা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে শাসকদল তৃণমূলের।

জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার। বিরাট আকারের এই পোস্টার বা ব্যানার গুলোতে শুভেন্দু অধিকারী ছবি ছাড়াও লেখা আছে ‘আমরা দাদার অনুগামী’ কথাটি। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলা ছাড়াও অন্যান্য কয়েকটি জেলাতেও এরকম পোস্টার পড়তে শুরু করেছে। কিছুদিন আগে মুর্শিদাবাদে এই ধরণের পোস্টার নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। গতকাল মালদহ জেলার ইংরেজবাজারের বিভিন্ন এলাকায় এমন পোস্টার পাওয়া গেলো। তাঁর এক অনুগামী জানালেন, রাজনৈতিক কারণে নয় তাঁকে সম্মান জানাতেই এমন পোস্টার দিয়েছেন তারা।

গতকাল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দেখা গেল শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার।সেখানেও লেখা আছে ‘আমরা দাদার অনুগামী’। যা তীব্র চাঞ্চল্যর সৃষ্টি করেছিল। আবার নদিয়া জেলা জুড়ে শুভেন্দু অধিকারীর সমর্থনে জনসভার পোস্টার পড়েছে।যা নিয়ে তীব্র চাঞ্চল্য শুরু হলো তৃণমূলে। সম্প্রতি নদীয়ায় জেলাসদর কৃষ্ণনগর ছাড়াও বেথুয়াডহরী, রানাঘাট, চাকদহ ইত্যাদি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে শুভেন্দু অধিকারীর ফ্লেক্স ও পোস্টার। যেখানে লেখা আছে, ” ১০ নভেম্বর নন্দীগ্রাম চলো সমাজসেবী শুভেন্দু অধিকারীর ডাকে, আমরা দাদার অনুগামী।” নদীয়া জেলা জুড়ে নানা জল্পনা ছড়িয়ে পড়েছে এ কারণে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, নদীয়া জেলার শাসক দল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চিন্তায় রেখেছে শাসক দলকে। অনেকেই মনে করছেন যে, কোন বিক্ষুব্ধ গোষ্ঠী এ কাজ করে থাকতে পারে। নদীয়া জেলার শুভেন্দু অধিকারীর পোস্টার দেওয়া সম্পর্কে নদীয়া জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জানানো হলো যে, তৃণমূলে দাদার অনুগামী বলে কোন কিছু নেই। দলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সকলেই তাঁর অনুগামী। যারা তৃণমূল কংগ্রেস দল করে থাকেন, এর বাইরে তাঁদের আর কোন পরিচয় নেই। তাঁরা দাবি করেছেন যে, দাদার অনুগামী লেখা কোন পোস্টার যদি দেওয়া হয়ে থাকে, তবে দলের পক্ষ থেকে তা দেওয়া হয়নি।

এই পোস্টার লাগানোর ঘটনাকে বিজেপির কারসাজি বলে অভিযোগ করেছে তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফর করে যাবার পর থেকেই বাংলার বিজেপি নেতারা ঘুটি সাজাতে শুরু করেছেন। বিজেপি নেতাদের ব্যক্তিগতভাবে কাউকে ভালো লাগতেও পারে, কারোর সঙ্গে ভালো সম্পর্কও থাকতে পারে। তবে, সে বিষয়টি একান্তই ব্যক্তিগত বিষয়, দলের বিষয় নয়। এই ধরনের কাজ কখনই তৃণমূল দলের কেউ করতে পারে না বলে দাবি করা হয়েছে। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তৃণমূলে বিভাজন সৃষ্টির উদ্দেশ নিয়ে এ কাজ করে থাকতে পারে বিজেপি।

তবে, তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে যে সাফাই দেওয়া হোক না কেন, জেলায় জেলায় শুভেন্দু অধিকারীর পোস্টার যথেষ্ট চাপে রেখেছে শাসকদল তৃণমূলকে তা আর বলার অপেক্ষা রাখে না। অনেকেই প্রশ্ন করছেন যে, আগামী বিধানসভা নির্বাচনের আগে কি নতুন করে ঘুটি সাজাচ্ছেন শুভেন্দু অধিকারী? বিধানসভা নির্বাচনের পূর্বে কি তিনি নিজের রাজনৈতিক শক্তিকে পরখ করে দেখছেন? সমস্ত কিছু দেখে কি তিনি বিরাট ধাক্কা দিতে চলেছেন শাসকদল তৃণমূলে? এমনই নানা প্রশ্ন ঘুরছে রাজ্য রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!