এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একের পর এক ক্ষুরধার উত্তরে বিজেপির কড়া অবস্থান বুঝিয়ে দিলেন মুকুল

একের পর এক ক্ষুরধার উত্তরে বিজেপির কড়া অবস্থান বুঝিয়ে দিলেন মুকুল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সোমবার বিজেপির মেগা রোড শো এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের অনুমতি না মেলায় বিজেপির নেতা নেত্রীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। আর এবার তৃণমূলের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলে চরম হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা মুকুল রায়। তৃণমূলের সাথে সাথেই রাজ্যের অন্যান্য রাজনৈতিক দল সম্পর্কেও কড়া সমালোচনা করেন এদিন মুকুল। অন্যদিকে মিমকে নিয়েও তিনি নিজের মতামত প্রকাশ করেছেন। সবমিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনের আগেই মুকুল রায় যেভাবে কড়া আক্রমণের মুখে ফেললেন তৃণমূলকে, তা থেকে স্পষ্ট গেরুয়া শিবির কিন্তু রাজ্যের শাসক দলকে 1 ছটাক জমিও বিনা লড়াইতে ছেড়ে দেবেনা।

মুকুল রায় সাংবাদিক বৈঠকে একের পর এক বিষয়ে নিজের মতামত জানান এদিন। সম্প্রতি সৌরভ গাঙ্গুলীর অসুস্থতার খবরে উদ্বেলিত দেশবাসী। তবে সৌরভের অসুস্থতার সাথে গুঞ্জন শোনা যায় সৌরভের রাজনৈতিক যোগ প্রসঙ্গে। আর এই প্রসঙ্গে এদিন মুকুল রায় জানিয়েছেন, সৌরভ গাঙ্গুলী ভারতের বড় ক্রিকেটার। তাই সৌরভের অসুস্থ হওয়ার খবরে তাঁর খোঁজ নিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী কিংবা দিল্লি থেকে মন্ত্রীরা দেখতেও আসছেন। এটা নিয়ে বিশেষ কোনো আলোচনা হওয়ার কথা নয়। অন্যদিকে রাজ্যের অন্যতম বিরোধীদল সিপিএমকে এদিন ক্ষয়িষ্ণু শক্তি বলে অভিহিত করেছেন মুকুল।

প্রসঙ্গত, সৌরভ গঙ্গোপাধ্যায় অসুস্থ হওয়ার পর বিধায়ক অশোক ভট্টাচার্য দাবি করেছিলেন, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সৌরভ গাঙ্গুলীকে কেউ কেউ ব্যবহার করছেন। নাম না করেই অশোক ভট্টাচার্য যে বিজেপি শিবিরের দিকে ইঙ্গিত করছেন সে ব্যাপারে কোন সন্দেহ নেই। আর তা নিয়ে এবার মুকুল রায় এ ব্যাপারে মুখ খুললেন। অশোক ভট্টাচার্য সহ সিপিএমকে যে তিনি বাদের খাতায় রেখেছেন তা স্পষ্ট করেন তিনি। অন্যদিকে বিজেপির মেগা রোদ শোয়ে রাজ্য প্রশাসনিক অনুমতি না দেওয়ায় এদিন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের নিশানায় রেখেছেন মুকুল রায়। মুকুল রায় বলেন, পশ্চিমবঙ্গে কিছু করতে গেলেই পুলিশ অনুমতি দেয় না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে বিদ্রুপ করে বলেন কারা অনুমতি পাবেন, কারা অনুমতি পাবেন না তা জানেন একমাত্র মুখ্যমন্ত্রী। তবে এ দিনের মেগা রোড শো বিজেপির জন্য কিছুটা অস্বস্তি রেখে গেল। কথা দিয়েও বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায় বিজেপির কর্মসূচিতে যোগ দিলেন না। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুকুল রায়ও অভিজ্ঞ রাজনীতিবিদের মতই বিষয়টি এড়িয়ে যান। অন্যদিকে রবিবার ফুরফুরা শরীফে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি গিয়েছিলেন। আর তাই নিয়ে মুকুল রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ফেডারেল স্ট্র্যাকচারে কে কোথায় যাবেন, কে কোথায় আসবেন তা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার।

তবে তৃণমূল যে অভিযোগ করে মিম হলো বিজেপির বি টিম, সে অভিযোগ এদিন মুকুল রায় পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে প্রবেশ করেছিলেন তৎকালীন তৃণমূল নেতা মুকুল রায়। খুব স্বাভাবিকভাবেই রাজ্যের ঘাসফুল শিবিরে লেগেছিল বড়সড় ধাক্কা। ঠিক একইভাবে বিধানসভা নির্বাচনের প্রাক্কালেও শুভেন্দু অধিকারী বেড়িয়ে যাওয়ায় তৃণমূল শিবিরে যে বড়সড় ধাক্কা লেগেছে সে কথা বলাই বাহুল্য। এই অবস্থায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যেভাবে একের পর এক বিষয় নিয়ে আক্রমণ শানাচ্ছে, একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি মুকুল রায় আজ যেভাবে তৃণমূলকে একহাত নিলেন, তাও যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!