এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একের পর এক পঞ্চায়েত হাতছাড়া হয়ে যাচ্ছে বিজেপির, আশঙ্কা ক্রমেই বাড়ছে গেরুয়া শিবিরে

একের পর এক পঞ্চায়েত হাতছাড়া হয়ে যাচ্ছে বিজেপির, আশঙ্কা ক্রমেই বাড়ছে গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বিজেপি শিবিরে তীব্র ভাঙ্গন সৃষ্টি হয়েছে। একের পর এক নেতা-কর্মী-সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে শুরু করেছেন। বিজেপির প্রচুর পঞ্চায়েত সদস্যও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে শুরু করেছেন। এর ফলে একাধিক পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে বিজেপি, পরিণামে পঞ্চায়েতগুলি চলে যাচ্ছে তৃণমূলের দখলে। গতকাল বাঁকুড়ার এক পঞ্চায়েতে দুজন বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করলেন, যার ফলে সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি, পঞ্চায়েতটি তৃণমূলের হাতে চলে যাচ্ছে।

গত, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া ২ ব্লকের মানকানালি গ্রাম পঞ্চায়েতে ১৫ টি আসনের মধ্যে বিজেপির হাতে গিয়েছিল ৮ টি আসন, তৃণমূলের হাতে ছিল ৭ টি আসন। সংখ্যা গরিষ্ঠতার কারণে পঞ্চায়েত বোর্ড গঠন করেছিল বিজেপি। কিন্তু গতকাল বিজেপির দুজন পঞ্চায়েত সদস্য চিন্তামণি ঘোষ ও ফুলমণি হেমব্রম বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে। যার ফলে তৃণমূলের সদস্য সংখ্যা হয়ে দাঁড়ালো ৯, অন্যদিকে বিজেপির সদস্য সংখ্যা কমে গিয়ে দাঁড়ালো ৬। ফলে এই পঞ্চায়েতটি ছাড়া হতে চলেছে বিজেপির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, অল্প কিছুদিন আগেই বাঁকুড়ার আরো একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বিজেপির। বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকজন বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করার কারণে, সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল বিজেপি। ফলে পঞ্চায়েত তৃণমূলের হাতে চলে যায়। আর এবার মানকানালি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে বিজেপির। অল্প সময়ের মধ্যে বাঁকুড়া জেলার পরপর দুটি পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হতে চলেছে।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বিজেপির পঞ্চায়েত সদস্যদের ভয় দেখিয়ে, জোর করে তৃণমূলে যোগদান করানো হচ্ছে। যার ফলে একের পর এক পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে বিজেপির। তবে, তৃণমূলের পক্ষ থেকে বিজেপির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন বিজেপির পঞ্চায়েত সদস্যরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!