এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একের পর এক প্রশ্নে খোলামেলা উত্তর দিলীপ ঘোষের, ব্যাপক কটাক্ষ তৃণমূলকে

একের পর এক প্রশ্নে খোলামেলা উত্তর দিলীপ ঘোষের, ব্যাপক কটাক্ষ তৃণমূলকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে বরাবরই রাজনীতিতে জল্পনা থাকে তুঙ্গে। একুশের বিধানসভা নির্বাচনে প্রধান বিরোধী দল হিসেবে সামনে এসেছে বিজেপি। এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দল তৃণমূলের ওপর প্রতিনিয়ত চাপ বাড়াচ্ছে গেরুয়া শিবির। আর তারই মাঝে এবার দিলীপ ঘোষ একের পর এক কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কার্যত গতকাল ছিল বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলীর জন্মদিন। আর সেই হেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁর বাড়িতে গিয়েছিলেন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে।

খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার পেছনে রাজনৈতিক হিসাব-নিকাশের অংক কষা চলছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এদিকে রাজ্য বিজেপি সভাপতিও সে দিকেই ইঙ্গিত করলেন। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, সৌরভ গাঙ্গুলীকে যদি রাজ্যসভার সাংসদ করা হয়, তাহলে খুব একটা খারাপ কিছু হবেনা। তবে মুখ্যমন্ত্রীর সৌরভের বাড়িতে যাওয়ার পেছনে রাজনৈতিক কারণ আছে কি না সে প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, রাজনীতিকরা কখনোই রাজনীতি ছাড়া কিছু বোঝেননা বা বিনা কারণে কিছু করেননা। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, রাজনীতির বাইরে আছেন যারা, তাঁদেরকেও সম্মান দেওয়া উচিত।

একইসাথে দিলীপ ঘোষের সামনে প্রশ্ন উঠেছিল বাবুল সুপ্রিয়কে নিয়ে। উল্লেখ্য বাবুল সুপ্রিয় সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন আর তাই নিয়ে তৃণমূলের তরফ থেকেও সমবেদনা জানানো হয়েছে। এবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানিয়েছেন, বাবুল সুপ্রিয় যখন মন্ত্রী ছিলেন তখন সমালোচনা করতে কেউ ছাড়েননি, এখন মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার জন্য হয়তো রাজ্যের শাসক দল বেঁচে গেল। অন্যদিকে রাজ্যের 4 জন প্রতিমন্ত্রী নিয়েও সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করেছেন। আর এই নিয়ে এবার দিলীপ ঘোষ পাল্টা তৃণমূলের দিকে কটাক্ষ হেনে বললেন, রাজ্যের 4 জন প্রতিমন্ত্রী হওয়ার কারণে কি এবার টিএমসি আন্দোলন করতে পথে নামবে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তুণমূল সরকারের প্রতি তাঁর পরামর্শ রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির ব্যাপারটি ভেবে দেখা উচিৎ। অন্যদিকে বরাবরই ভ্যাকসিন নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে রাজ্য। ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, ভ্যাকসিনের অভাবের জন্য শুক্র ও শনিবার ভ্যাকসিন দেওয়া যাবেনা। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এদিন অভিযোগ জানিয়েছেন, সব রাজ্যেই জনসংখ্যার নিরিখে সমানভাবে কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন দিচ্ছে। কিন্তু এরাজ্যে ভ্যাকসিন নিয়ে হচ্ছে দুর্নীতি এবং সে কারণে তৃণমূলের লোকজন ছাড়া কেউ টিকা পাচ্ছেননা। অন্যদিকে কাটমানি প্রসঙ্গেও দিলীপ ঘোষ এদিন চাঁচাছোলা মন্তব্য করেছেন।

তাঁর মতে, বহুদিন ধরেই তৃণমূল দুর্নীতি চালাচ্ছে। এখন আদালতের মাধ্যমে তা সামনে আসছে। অন্যদিকে বেশ কিছুদিন যাবৎ রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে দিলীপ- শুভেন্দুর বাড়তে থাকা দূরত্ব নিয়ে। আর তাই নিয়ে এবার দিলীপ ঘোষ জানিয়েছেন, বিজেপির অন্দরে যোগ্য লোককেই দায়িত্ব দেওয়া হয়। সংগঠনেও নিষ্ঠাবান এবং পরিশ্রমীদের জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, রাজ্য বিজেপি সভাপতি গেরুয়া শিবির সংক্রান্ত বিতর্কিত বিষয় এড়িয়ে গেলেন। অন্যদিকে তৃণমূল সংক্রান্ত একের পর এক প্রশ্নের উত্তর চাঁছাছোলা ভাষায় দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, গেরুয়া শিবিরের যতই ভাঙন ধরুক না কেন, তৃণমূলের প্রতি দৃষ্টিভঙ্গির কোন বদল হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!