এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > একগুচ্ছ প্রতিশ্রুতির সাথে নাগরিকত্বের দিনক্ষণ- মতুয়াদের জন্য শাহী উপহার আমিত শাহের

একগুচ্ছ প্রতিশ্রুতির সাথে নাগরিকত্বের দিনক্ষণ- মতুয়াদের জন্য শাহী উপহার আমিত শাহের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল মতুয়ারা গেরুয়া শিবিরের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এবং তার একমাত্র কারণ লোকসভা নির্বাচনের প্রতিশ্রুতি পালন না করা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায়, যেখানে বেসুরো হয়ে পড়েন স্বয়ং বনগাঁর বিধায়ক শান্তনু ঠাকুর। আসরে বঙ্গ বিজেপি নেতারা নামলেও শেষ পর্যন্ত নামতে হয়েছে স্বয়ং অমিত শাহকে। 

শুরু থেকেই নজর ছিল আজকের ঠাকুরনগরের সভা থেকে মুতুয়াদের জন্য কি বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর অমিত শাহ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে প্রত্যাশামতো মতুয়াদের জন্য দিয়ে গেলেন একগুচ্ছ প্রতিশ্রুতি। পাশাপাশি জানিয়ে গেলেন নাগরিকত্ব প্রদানের সম্ভাব্য দিনক্ষণ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখযোগ্যভাবে জানিয়ে দিলেন, দেশজুড়ে করোনা টিকাকরণ সমাপ্তির পরে শুরু হবে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে পদক্ষেপ। প্রসঙ্গত, 2019 এর লোকসভা নির্বাচনের সময় থেকেই গেরুয়া শিবির মতুয়াদের পাশে পেয়েছে নাগরিকত্ব প্রদানের ভিত্তিতে। কিন্তু এখনো পর্যন্ত নাগরিকত্ব পেওদান নিয়ে মতুয়াদের খুশী করে উঠতে পারেনি গেরুয়া শিবির। 

পাশাপাশি শোনা যাচ্ছিল, বাংলা এবং আসামে ভোটের কারণে এই মুহূর্তে অন্তত এনআরসি চালু হবেনা। তবে প্রায় পুরোটা না হলেও কিছুটা মিল রেখে অমিত শাহ জানিয়ে গেলেন, এই মুহূর্তে এনআরসি চালু হবে না তবে তার কারণ ভোট নয়, করোনার টিকাকরণ। বিগত 13 মাস ধরে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর না হওয়ায় মতুয়াদের মধ্যে কাজ করছিল চাপা অসন্তোষ। যা আঁচ করতে পেরে বৃহস্পতিবার ঠাকুরনগর থেকে এই আইন কার্যকর করার সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন ঠাকুরনগর থেকে অমিত শাহ জানান, যে প্রতিশ্রুতি কংগ্রেস নেতারা দিয়েছিলেন এক সময়, সেই প্রতিশ্রুতি তাঁরা পালন করেননি। কিন্তু 2018 সালে গেরুয়া শিবির যে প্রতিশ্রুতি দিয়েছিল, মোদি সরকার ক্ষমতায় আসার পরে সেই প্রতিশ্রুতি পালনে উদ্যোগী হয়েছে তাঁরা। নাগরিকত্ব আইন সংশোধন হয়ে গেছে ইতিমধ্যেই। কিন্তু আইন প্রচলিত করতে গেলে এসে যায় করোনার বাধা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি অমিত শাহ জানিয়েছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য বিরোধীরা সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। বলা হচ্ছে গেরুয়া শিবির ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছে। অমিত শাহ জানান, করোনার টিকাকরণ শেষ হলেই মতুয়াদের নাগরিকত্ব দেওয়া শুরু হবে। পাশাপাশি অমিত শাহ আশ্বস্ত করেছেন সংখ্যালঘুদেরকেও।

তিনি জানিয়েছেন, সংশোধিত নাগরিকত্ব আইনে কোনো মুসলিমের নাগরিকত্ব যাবেনা। মতুয়াদের জন্য এদিন একগুচ্ছ প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, গেরুয়া শিবির যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে তৈরি হবে মুখ্যমন্ত্রী শরণার্থী সমাজ। পাশাপাশি মতুয়াদের দলপতিদের জন্য চালু হবে পেনশন। এবং ঠাকুরনগর রেলস্টেশনের নাম পরিবর্তন করে শ্রীধাম ঠাকুরনগর রেলস্টেশন রাখা হবে। 

সব মিলিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপি নেতা অমিত শাহ যেভাবে আজকে মতুয়া ভোটকে পাশে পেতে প্রতিশ্রুতির পাশাপাশি সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দিনক্ষণ জানিয়ে গেলেন, তাতে মনে করা হচ্ছে মতুয়াদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে। এবার দেখার, গেরুয়া প্রতিশ্রুতির ওপর নির্ভর করে মতুয়ারা বিজেপির গেরুয়া ঝুলি ভরে দেন, নাকি তৃণমূল নেত্রীর কথায় ভরসা করে তৃণমূল ভোটবাক্সে মতুয়ারা দেখা দেন, তার জন্য হাতে আর মাত্র কয়েকটা দিন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!