এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একাধিক প্রশ্নে জেরবার পার্থ, সিবিআই দপ্তর থেকে বেরোলেও ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন।

একাধিক প্রশ্নে জেরবার পার্থ, সিবিআই দপ্তর থেকে বেরোলেও ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন।


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে অবশেষে সিবিআইয়ের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অনেকেই মনে করেছিলেন, এই যাওয়া শেষ যাওয়া নয় তো। কিন্তু শেষ পর্যন্ত সিবিআইয়ের নানা প্রশ্নের সম্মুখীন হওয়ার পর প্রায় সাড়ে 3 ঘণ্টা পর সেই সিবিআই দপ্তর থেকে বেরিয়ে এলেন পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দুর্নীতি নিয়ে একাধিক প্রশ্ন করা হয়েছিল। কিন্তু বেশিরভাগ প্রশ্নের উত্তরেই তিনি সংক্ষিপ্ত জবাব দিয়েছেন। যার ফলে ভবিষ্যতে আবার তাকে জেরার মুখোমুখি হতে হতে পারে বলেই মনে করা হচ্ছে। তাই বর্তমানে স্বস্তি পেলেও ভবিষ্যৎ যে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে খুব একটা মধুর হবে না, সেই ব্যাপারে আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে।

সূত্রের খবর, বুধবার নির্ধারিত সময়ের কুড়ি মিনিট আগেই সিবিআই দপ্তরে পৌঁছে যান পার্থ চট্টোপাধ্যায়। তারপর তাকে জেরা করার কাজ শুরু হয়। অবশেষে টানা সাড়ে তিন ঘণ্টা জেরা করার পর সেই সিবিআই দপ্তর থেকে বেরিয়ে আসেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু আদালতের নির্দেশে তড়িঘড়ি পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছে, তাই সঠিকভাবে অনেক প্রশ্ন তৈরি করা ছিল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে। তাতে যথেষ্ট প্রস্তুতির অভাব ছিল। তাই আবারও ভবিষ্যতে বড় মাপের প্রশ্নমালা তৈরি করে পার্থ চট্টোপাধ্যায়কে ডাকতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!