এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘এখানে আমাদের দলের কয়েকজন ঠিকাদারি করে ‘নেতাগিরি’ করছেন ফের বিস্ফোরক তৃণমূল নেতা, ক্রমশ বাড়ছে অস্বস্তি !

‘এখানে আমাদের দলের কয়েকজন ঠিকাদারি করে ‘নেতাগিরি’ করছেন ফের বিস্ফোরক তৃণমূল নেতা, ক্রমশ বাড়ছে অস্বস্তি !

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দরজায় কড়া নাড়ছে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে দলের একটি প্রেস্টিজিয়াস ফাইট হিসেবে গণ্য করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলের থেকে সমস্ত রকম অভিযোগ , অনুযোগের কালিমা ঝেড়ে ফেলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বস্তুত, শাসক দল তৃণমূল সম্পর্কে একাধিক অভিযোগের মধ্যে একটি বড় অভিযোগ হলো ঠিকাদারি তথা সিন্ডিকেট। শাসক দল তৃণমূলে ঠিকাদারদের বাড়বাড়ন্ত নিয়ে অভিযোগ উঠেছে একাধিকবার।

সম্প্রতি পুরুলিয়াতে তৃণমূল দলে ঠিকাদারদের বাড়বাড়ন্ত বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পুরুলিয়া মানবাজার বিধানসভার কর্মী সম্মেলনে দলের নেতাকর্মীদের কড়া বার্তা দিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। এই সভায় তিনি স্পষ্টভাবে জানালেন যে, ঠিকাদার হলে হওয়া যাবে না দলের নেতা। নেতাগিরি আর ঠিকাদারি চলবে না একসঙ্গে।

প্রসঙ্গত পুরুলিয়া জেলার মানবাজার বিধানসভা কেন্দ্রের বেশকিছু তৃণমূল নেতারা ঠিকাদারির কাজ করছেন। দলের নেতা হবার সুবাদে তাঁরা সহজেই পেয়ে যাচ্ছেন সরকারি কাজের বরাত। একতরফা ভাবে তারা সরকারি কাজের বরাত পাওয়ায় যথেষ্ট অসন্তুষ্ট জেলাবাসী। বিষয়টি উপলব্ধি করতে পেরেছে পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব। তাই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সচেতন হতে দেখা গেল দলকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যে পুরুলিয়া জেলাতে তৃণমূল দলের জেলা, ব্লক সভাপতি, কমিটি গঠন করা হয়েছে। সেক্ষেত্রেও জেলা স্তরের নেতারা এ বিষয়টি মাথায় রেখেছিলেন। অঞ্চল, বুথ কমিটি গঠনের ক্ষেত্রেও এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গতকাল পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে জানালেন, ” এখানে আমাদের দলের কয়েকজন ঠিকাদারি করে ‘নেতাগিরি’ করছেন। তা আর চলবে না। আপনারা সাধারণ কর্মী হয়ে কাজ করুন, স্বাগত। কিন্তু আপনাদের কোনও পদে রাখব না।”

এদিকে গতকাল তৃণমূলের এই কর্মীসভায় পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু দলের নেতা-কর্মীদের নির্দেশ দিলেন, ” মানুষের সঙ্গে আরও বেশি করে জন সংযোগ বাড়ান। ঘরের দাওয়ায় বসে মানুষজনের কী সমস্যা তা জেনে সমাধান করুন। সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধাগুলো তুলে ধরুন। যাতে দ্রুত সমস্যা মেটানো যায় তার ব্যবস্থা করুন।”

আবার গতকালের এই সভা থেকে রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ বিভাগের রাষ্ট্র মন্ত্রী সন্ধ্যারানি টুডু দলকে একজোট হবার বার্তা দিয়ে জানালেন যে, ” আমরা যদি একজোট হয়ে থাকতে পারি। তাহলে এই মানবাজার বিধানসভায় এমন কোনও শক্তি নেই যাঁরা আমাদের শক্ত ঘাঁটি নড়িয়ে দিতে পারবেন।” এভাবে দলের অসঙ্গতি দূর করে মানুষের পাশে দাঁড়ানো, অন্যদিকে দলকে ঐক্যের বার্তা দিয়ে জেলা তৃণমূল কর্মীদের উদ্বুদ্ধ করতে দেখা গেল গতকাল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!