এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা >  “এখানে পাকামি করে…” বাঘাযতীনে বহুতল বিপর্যয়ে একি বলে ফেললেন ববি হাকিম!

 “এখানে পাকামি করে…” বাঘাযতীনে বহুতল বিপর্যয়ে একি বলে ফেললেন ববি হাকিম!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শহর কলকাতায় গার্ডেনরিচের পর সম্প্রতি বাঘাযতীনে এক বিশাল বহুতল ভেঙে পড়েছে। যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কগ্রস্ত এলাকার বাসিন্দারা। বিরোধীরা জলা জমি বুজিয়েই এই সমস্ত ফ্ল্যাট করা হয়েছে বলে কটাক্ষ করছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইঞ্জিনিয়ারিং ত্রুটি এবং প্রোমোটারের গাফিলতিকেই দায়ী করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ববি হাকিম।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে ববি হাকিমকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এটা একটা ইঞ্জিনিয়ারিং ত্রুটি হয়েছে। এখানে যে প্রোমোটার, সে পাকামো করে হরিয়ানা থেকে একজনকে নিয়ে এসেছে। বাড়িটা এমনি হেলে ছিল। সেটাকে সোজা করতে যাওয়ার কারণেই এই ধরনের বিপর্যয় ঘটেছে। হরিয়ানা থেকে যে এসেছে, সে ভেবেছে যে, এখানকার মাটি শক্ত। কিন্তু এটা গঙ্গার মাটি। যার ফলে এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!