এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এখন এক মহিলার আঁচল ধরে ঝুলছেন – প্রশান্ত কিশোরের উদ্দেশ্যে কটুকথা বলে বিতর্ক বাড়ালেন বিজেপি নেতা !

এখন এক মহিলার আঁচল ধরে ঝুলছেন – প্রশান্ত কিশোরের উদ্দেশ্যে কটুকথা বলে বিতর্ক বাড়ালেন বিজেপি নেতা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2019 এর লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর প্রমাদ গোনেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি তিনি দ্বারস্থ হন ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরের। 2019 এর প্রথমার্ধে পিছিয়ে থাকলেও লোকসভা নির্বাচনের পর ধীরে ধীরে প্রশান্ত কিশোরের হাত ধরে, তাঁর বুদ্ধিমত্তার ওপর ভরসা করে তৃণমূল ধীরে ধীরে আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। যদিও প্রতিমুহূর্তে তৃণমূল এবং প্রশান্ত কিশোরকে বিরোধীরা তীব্র কটাক্ষ করে চলেছে।

এদিন যেমন বিজেপি নেতা তথাগত রায় প্রশান্ত কিশোরসহ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন। এদিন তথাগত রায় রীতিমতো ভবিষ্যৎবাণী করলেন বাংলায় 10 বছরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন অর্থাৎ তৃণমূল শাসনের ইতি ঘটবে। তথাগত রায় একথা বলে পরোক্ষভাবে তৃণমূলের ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরকে চ্যালেঞ্জ করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রশান্ত কিশোরকে এদিন তথাগত রায় একহাত নিয়ে বলেন, বিজেপিতে ঝামেলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রমাগত প্রশান্ত কিশোর।

এক্ষেত্রে তিনি দাবী করেন, প্রথমে মুকুল রায় এবং দিলীপ ঘোষের মধ্যে দ্বন্দ্ব তৈরীর চেষ্টা করছিলেন প্রশান্ত কিশোর, তারপর রাজনীতিতে সক্রিয় হওয়ার পর তথাগত রায়ের সঙ্গেও বিজেপির দ্বন্দ্ব লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশান্ত কিশোর। তথাগত রায় দাবি করেন, তিনি আদর্শের জন্য বিজেপিতে এসেছেন। প্রশান্ত কিশোর টাকা কামানোর জন্য রাজনীতির অলিন্দে পা রেখেছেন। অন্যদিকে প্রশান্ত কিশোরকে কটাক্ষ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র ভাষায় কটাক্ষ করেন এদিন তথাগত রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, প্রশান্ত কিশোর বর্তমানে এক মহিলার আঁচল ধরে ঝুলছেন। এক্ষেত্রে মহিলা শব্দটি যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রয়োগ করা হয়েছে সে কথা বুঝতে কারোর বাকি নেই। আর এই নিয়েই তীব্র বিতর্ক শুরু হউয়েছে রাজনীতির অলিন্দে। প্রশান্ত কিশোরকে কটাক্ষ করে তথাগত রায় আরো বলেন, প্রশান্ত কিশোর চেষ্টা করলেও বিজেপির অন্দরে কোনমতেই বিভাজন তৈরী করতে পারবেন না। এমনকি তথাগত রায়ের মুখ থেকেও বিজেপির বিরুদ্ধে কিছু বলাতে পারবেন না প্রশান্ত কিশোর বলে দাবী করেন তিনি।

অন্যদিকে তথাগত রায় এদিন মন্তব্য করেন, তৃণমূল বর্তমানে সিপিএমের মতনই হয়ে গেছে রাজ্যে। তবে সিপিএম 34 বছর ক্ষমতায় থাকতে পারলেও তৃণমূল যে দশেই শেষ হবে সে কথা বলেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বলাই যায় বাংলার রাজনৈতিক মহলে তৃণমূল এবং বিজেপির লড়াই বর্তমানে সবথেকে বেশি নজরকাড়া হতে চলেছে। আগামী দিনে এই দুই দলের কাছেই একুশের বিধানসভা নির্বাচন যে একটা প্রেস্টিজের লড়াই হতে চলেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই লড়াইতে জেতার জন্য বর্তমানে জোর চেষ্টা চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিরোধী দল বিজেপি উভয়েই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!