এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এখন কেমন আছেন আহত বিজেপি নেতা বাবু মাস্টার? জেনে নিন

এখন কেমন আছেন আহত বিজেপি নেতা বাবু মাস্টার? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শনিবার রাতে বসিরহাটে বিজেপির এক সাংগঠনিক সভায় যোগদান করেছিলেন বিজেপি নেতা ফিরোজ কামাল গাজী বা বাবু মাস্টার। সভা শেষ করে কলকাতায় ফেরার পথে হামলা চলে তাঁর গাড়িতে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে। হাসপাতালের আইসিইউতে তাঁকে ভর্তি করা হয়। সম্প্রতি হাসপাতালের চিকিৎসকেরা জানালেন, তিনি বিপদমুক্ত হয়েছেন।

গত শনিবার রাত সাড়ে আটটার সময় বাসন্তী হাইওয়েতে মিনাখাঁর লাউগাছি পুলিশ ফাঁড়ির কাছে স্পিড বেকারের সামনে তাঁর গাড়ির গতি কমিয়ে দিতেই গাড়িতে গুলি ও বোমার আক্রমণ চালায় কয়েকজন দুষ্কৃতী। এই ঘটনায় তিনি গুরুতর আহত হন। তাঁকে লাউগাছি পুলিশ ফাঁড়িতে নিয়ে যান তাঁর গাড়িচালক। পরে তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় আশঙ্কাজনক অবস্থায়। তিনি ছিলেন হাসপাতালের আইসিইউতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চিকিৎসকেরা জানিয়েছেন যে, একাধিক আঘাত রয়েছে তাঁর দেহে। তবে এখন তিনি বিপদমুক্ত বলেই তাঁদের অভিমত। তাঁর উপর এই প্রাণঘাতী হামলার জন্য বিজেপি অভিযুক্ত করেছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। তবে তৃণমূলের দাবি, বিজেপির অন্তর্দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। গতকাল বসিরহাট জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিজেপি সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা।

এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, একসময় তৃণমূলের দাপুটে নেতা ছিলেন ফিরোজ কামাল গাজী। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তিনি। শুভেন্দু অধিকারীর সঙ্গে সঙ্গে তিনিও যোগদান করেছেন বিজেপিতে। এরপর থেকে তাঁর উপরে হামলার আশঙ্কা করা হচ্ছিল। এ কারণেই তিনি বসিরহাট ছেড়ে থাকতেন কলকাতায়।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!