এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এখন কেমন আছেন মহারাজ? জেনে নিন

এখন কেমন আছেন মহারাজ? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতার উডল্যান্ড্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রের তিনটি ধমনীতে তিনটি ব্লকেজ ধরা পড়েছিল। তাঁর যে ধমনীতে সমস্যা বেশি ছিল, সেখানে অস্ত্রোপচার করে স্টেন্ট বসানো হয়। এরপর ধীরে ধীরে সুস্থ হতে থাকেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতালে পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখন ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গতকাল রবিবার রাতে তাঁর পর্যাপ্ত ঘুম হয়েছিল। আজ প্রাতরাশ সেরেছেন তিনি।

গতকাল রবিবার সারাদিন স্বাভাবিকভাবে সকলের সঙ্গে কথাবার্তা বলেছিলেন তিনি। যথেষ্ট খোশমেজাজে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় গতকাল। উডল্যান্ডস হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আজ সকাল ১১ টা ৩০ মিনিটে হাসপাতালে মেডিকেল বোর্ডের বৈঠক বসতে চলেছে। যেখানে সৌরভ গাঙ্গুলীর পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে আগামীকাল তাঁকে দেখতে হাসপাতালে আসবেন বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগামীকাল দেবী শেঠির সঙ্গে হাসপাতালের চিকিৎসকেরা আলোচনা করে ঠিক করবেন, কবে পরবর্তী এনজিওপ্লাস্টি করানো হবে তাঁর? সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তাঁরা। অন্যদিকে গতকাল হাসপাতালে পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখনই বাইপাস সার্জারির প্রয়োজন নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

তবে, এনজিওপ্লাস্টি করে তাঁর হৃদযন্ত্রের বাকি দুটি ব্লকেজ ঠিক করে দিতে হবে। যার জন্য বসাতে হবে দুটি স্টেন্ট। যা এনজিওপ্লাস্টি করে বসানো হবে। কবে তা বসানো হবে? সে ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠি। অন্যদিকে আজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!