এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কেমন রয়েছেন মহারাজ? কি বলছেন তাঁর চিকিৎসকরা? জেনে নিন সৌরভ গাঙ্গুলির সর্বশেষ শারীরিক অবস্থা

কেমন রয়েছেন মহারাজ? কি বলছেন তাঁর চিকিৎসকরা? জেনে নিন সৌরভ গাঙ্গুলির সর্বশেষ শারীরিক অবস্থা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এনজিওপ্লাস্টি ও স্টেন্ট বসানোর পর এখন সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ রবিবার সকালে তাঁকে আবার পরীক্ষা করা হবে। সবকিছু ঠিক থাকলে আজকেই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ সকাল ১০ টার পর হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন তিনি।

সৌরভ গঙ্গোপাধ্যায়কে পরীক্ষার পরেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে হাসপাতালের মেডিকেল বোর্ড। জানা গেছে, গতকাল রাতে তাঁর ভাল ঘুম হয়েছে। চিকিৎসকদের পরামর্শ নিয়ে কেবিনে হাঁটাচলা করেছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। গতকাল পর্যন্ত তাঁর সমস্ত রকম রিপোর্ট স্বাভাবিক এসেছে। এ কারণে গতকাল রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছুটি দিতে চেয়েছিল। তবে, তাঁর পরিবারের সঙ্গে আলোচনা করে শেষ পর্যন্ত আজ তাঁকে ছুটি দেবার কথা জানায় হাসপাতাল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল হাসপাতালে থেকে ক্রিকেট বোর্ডের বেশকিছু কাজ করতে দেখা গেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাঁর ব্যক্তিগত সচিব রোহিত পোদ্দার গতকাল হাসপাতালে এসেছিলেন। তাঁর সঙ্গেই ক্রিকেট বোর্ডের ব্যাপারে বিভিন্ন রকম আলোচনা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গতকাল রাতে স্বাভাবিক ভাবে হাঁটাচলা ও খাবার খেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর শরীর স্বাস্থ্য সম্পর্কে চিকিৎসক আফতাব খান জানালেন যে, সম্পূর্ণ সুস্থ আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একজন স্বাভাবিক মানুষের মতো তিনি জীবনযাপন করতে পারবেন। চিন্তার কোন কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসক।

তবে, চিকিৎসকেরা জানিয়েছেন যে, বাড়ি ফিরলেও কিছুদিন যেন বাড়িতে থেকে বিশ্রাম গ্রহণ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিছুদিন বাড়িতে থেকেই চিকিৎসকদের নিয়মিত পর্যবেক্ষণে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সমস্ত নিয়ম মেনে তাঁর খাবারের তালিকা তৈরি করা হয়েছে। তবে কিছুদিন বিশ্রাম গ্রহণের পর তিনি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন বলেই জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!