এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরো মেয়াদ মুখ্যমন্ত্রী থাকবেন না মমতা? অস্তিত্ব থাকবে না তৃণমূলের? জল্পনা বাড়াচ্ছে বামেরা

পুরো মেয়াদ মুখ্যমন্ত্রী থাকবেন না মমতা? অস্তিত্ব থাকবে না তৃণমূলের? জল্পনা বাড়াচ্ছে বামেরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশে জুলাইকে কেন্দ্র করে ইতিমধ্যেই ক্রমশ বিতর্ক দানা বেঁধেছে রাজনৈতিক মহলে। বিশেষজ্ঞদের মতে, 2021 এর বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই এর ভার্চুয়াল মঞ্চ থেকে। আর সেক্ষেত্রে তৃণমূল নেত্রী এবার ঘোষণা করেছেন 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকার ফিরে আসলে আজীবন রাজ্যবাসী ফ্রিতে রেশন পাবেন। সাথে মিলবে স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা। আর এই নিয়ে শুরু হয়েছে তুমুল বাকবিতণ্ডা।

বিরোধীরা এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্রমশ কটাক্ষে ভরিয়ে তুলছেন তৃণমূল নেত্রীকে। গেরুয়া শিবিরের পর এবার বাম শিবিরের পালা। বামেদের পক্ষ থেকেও এবার তৃণমূল নেত্রীকে বিনামূল্যে রেশন দেওয়া প্রসঙ্গে আগামী দিনে তৃণমূলের অস্তিত্ব বজায় থাকবে কিনা তাই নিয়েই প্রশ্ন তুলল। একুশে জুলাই এর ভার্চুয়াল সভামঞ্চ থেকে মঙ্গলবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে রাজ্যবাসীকে রেশন দেবার পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল আরো একবার বাংলার মসনদে বসতে চলেছেন সে ব্যাপারেও আশ্বাস দিয়েছেন তৃণমূল নেত্রী।

আগামী দিনে সরকারে আসার যে আত্মবিশ্বাস দেখিছেন গতকাল তৃণমূল সুপ্রিমো, সেই আত্মবিশ্বাসকেই এবার তুমুল কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বেশ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী একুশে জুন অব্দি বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন করোনা আবহে প্রধানমন্ত্রীর বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে। কিন্তু এবার একুশে জুলাই এর মঞ্চ থেকে আজীবন বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করার সাথেই 2021 এর বিধানসভা নির্বাচনের নিরিখে তৃণমূল নেত্রী আবার ফিরে আসার ইতিবাচক আশ্বাসও রাখলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সেই আশ্বাসের সাথেই এবার সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর কটাক্ষ মিশ্রিত জবাব উঠে এলো সোশ্যাল মিডিয়ায়। বরং এবার সূর্যকান্ত মিশ্র প্রশ্ন তুললেন আগামী দিনে তৃণমূলের রাজ্যের আসনে ফিরে আসা নিয়ে। শুধু তাই নয়, আগামী 9 মাস মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির কার্যকারিতা নিয়েও তিনি দ্বিধা প্রকাশ করেছেন। একুশে জুলাই নিয়ে তৃণমূল বিজেপির রাজনৈতিক যুদ্ধ যেরকম জমে উঠেছে, ঠিক সেভাবেই এবার বাম শিবিরও বিরোধীতার ক্ষেত্রে তাঁদের জায়গা পাকা করে নিতে সচেষ্ট হয়েছে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাম শিবির গুরুত্ব হারিয়েছে বলে মনে করেন অনেকে। সে জায়গায় একুশে জুলাইকে কেন্দ্র করে আবারও বাম শিবির লাইম লাইটে আসার চেষ্টা চালাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। তবে 2021 এর বিধানসভা নির্বাচন যে এবার ক্রমশ জমে উঠতে চলেছে, সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহলের একাংশরা। বিরোধীদের তুমুল কটাক্ষ সামলে আগামীদিনে রাজনৈতিক ময়দানের লড়াইতে নামতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী যে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করলেন সে ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!