এখন পড়ছেন
হোম > জাতীয় > “এখন পাল্টা জবাব দেওয়ার যুগ” সভা থেকে কড়াবার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর !

“এখন পাল্টা জবাব দেওয়ার যুগ” সভা থেকে কড়াবার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ধারবান্দোরায় ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য আজ বৃহস্পতিবার গোয়া সফরে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্টানের সভা থকে পাকিস্থান কে কড়াবার্তা দিয়ে বলেন সীমা লঙ্ঘন করলে ফের সার্জিক্যাল স্ট্রাইক দিয়ে জবাব দেওয়া হবে পাকিস্তানকে। এদিন সভা থেকে অমিত শাহ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরের আমলে সার্জিক্যাল স্ট্রাইক এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। আমরা বার্তা দিয়েছি, কেউ ভারতের সীমায় উপদ্রব করতে পারবে না। একটা সময় ছিল যখন আলোচনার মাধ্যমে কাজ হত’ এখন পাল্টা জবাব দেওয়ার যুগ।’ উল্লেখ্য যে গত ২০১৬ সালে উরি, পাঠানকোট এবং গুরদাসপুরে জঙ্গি হানার জবাবে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। সে বছর ২৯ সেপ্টেম্বরের সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তানের ভূখণ্ডে থাকা বহু জঙ্গি ডেরা ধ্বংস করা হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!