“এখনই বিচার প্রক্রিয়া শেষ নয়” হতাশ না হওয়ার আর্জি জানিয়ে বড় বার্তা অভয়ার মায়ের! কলকাতা রাজ্য January 18, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ সকলের নজর ছিল শিয়ালদহ কোর্টের দিকে। যেখানে অভয়া মামলার রায়দান হওয়ার কথা ছিল। আর সেখানেই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। আগামী সোমবার এই মামলার সাজা ঘোষণা করা হবে। তবে একাই কি সঞ্জয় রায়? এর পেছনে কি আর কেউ নেই! বাকি যারা জড়িত, তাদের কবে শাস্তি হবে, তা নিয়ে যখন অনেকেই হতাশা প্রকাশ করছেন, ঠিক তখনই হতাশ না হওয়ার বার্তা দিয়ে বড় মন্তব্য করলেন অভয়ার মা। প্রসঙ্গত, এদিন শিয়ালদহ কোর্টের নির্দেশের পরেই অভয়ার মাকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমরা মনে করছি, এখনও আরও অনেক দোষী বের হবে। এখনই বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না। তদন্ত শেষ হয়ে যাবে না। চলবে। কারও হতাশ হওয়ার কিছু নেই। যারা আসল দোষী, তারা ধরা পড়বে।” আপনার মতামত জানান -