এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > এখনই রেহাই হচ্ছে না বৃষ্টির প্রকোপ থেকে ! আজও ভারী বৃিষ্টপাতের সম্ভবনা দঃবঙ্গে!

এখনই রেহাই হচ্ছে না বৃষ্টির প্রকোপ থেকে ! আজও ভারী বৃিষ্টপাতের সম্ভবনা দঃবঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গতকাল সোমবার কলকাতা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলাগুলিতে দিনভোর ছিল আকাশ মেঘলা সেই সঙ্গে ছিল বৃষ্টি ।  গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সৃষ্ট ঘূর্ণবাত এর জন্যেই এই নিম্নচাপ এর ফলে বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে তবে আজই এই বৃষ্টির প্রকোপ  থেকে  রাজ্য রেহাই পাবে না বলে এমনটাই জানানো হয়েছে । আজ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের বেশকিছু জেলার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে । আজকের পর আগামী দিন অর্থাৎ বুধবারে জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও এখনই যে একেবারেই  বৃষ্টি রাজ্য থেকে চলে যাবে সেটা নিসশ্চিত নয় ।

আবহাওয়া অফিসের মাধ্যমে জানা যাচ্ছে আজ মঙ্গলবার কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা , হাওড়া  ,হুগলি  ,বর্ধমানের  বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে ।  এরই মধ্যে আরও একটি খবর হাওয়া অফিসের মাধ্যমে মাধ্যমে জানা গিয়েছে এখনই বৃষ্টিপাতের হাত থেকে রেহাই পাচ্ছেনা রাজ্যবাসী কেননা আগামী শনিবারের ফের একটি ঘূর্ণবাতের সম্ভাবনা রয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ।

যার ফলে আগামী রবিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে তবে গত সোমবার দিনভর কলকাতার বৃষ্টিপাতের ফলে কলকাতা জল যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে ।  কলকাতার একাধিক জায়গাতে জলমগ্ন হয়েছে । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বভাস থেকে যতটা জানা যাচ্ছে আগামী 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে  ।  তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি   উত্তরবঙ্গের জেলাগুলিতেও হবে এমটাই জানা গেছে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!